ঢাকা শনিবার, ০২ আগস্ট, ২০২৫

আশি-নব্বই দশকের ধারায় ফিরছে জেন-জি?

লাইফস্টাইল ডেস্ক
প্রকাশিত: আগস্ট ২, ২০২৫, ১২:০৩ পিএম
ছবি- সংগৃহীত

ফ্যাশন কখনো পুরোনো হয় না। সময়ের পরিক্রমায় আবারও ফিরে আসে নতুন রূপে, নতুন প্রজন্মের ভালোবাসায়। আশি ও নব্বইয়ের দশকে জনপ্রিয় হওয়া অনেক ফ্যাশন এখন নতুন করে ফিরে এসেছে ‘জেনারেশন জেড’-এর স্টাইলে।

আশির দশকে বেড়ে ওঠা ফ্যাশন বিশ্লেষক চেরিফা আকিলি  RealSimple.com-এ এক প্রতিবেদনে নিজের অভিজ্ঞতা ভাগ করেছেন। তিনি বলেন, ‘জানি না আমার মেয়েরা একদিন আমার পুরোনো পোশাকই ভালোবাসবে—জানলে হয়তো এত আগেই ফেলে দিতাম না!’

নস্টালজিয়া, নিজস্বতা আর স্টাইলেই ফিরছে পুরোনো ধারা-

বাবল স্কার্ট: আশির দশকে জনপ্রিয় ‘বাবল স্কার্ট’ আবার ফিরেছে—তবে একটু আধুনিক রূপে। আগের মতো অতটা ফোলাভাব না থাকলেও এখনকার ডিজাইনগুলো আরও পরিপাটি ও স্টাইলিশ। বাংলাদেশে বৈশাখ, পূজা কিংবা গার্লস গ্যাদারিং–এ এই স্কার্ট জনপ্রিয় হয়ে উঠছে।

মেরি জেন শু: নব্বইয়ের দশকের স্কুলগার্ল স্টাইল ‘মেরি জেন শু’ আবার ফিরেছে পাতলা স্ট্র্যাপ আর হালকা ডিজাইনে। এখনকার তরুণীরা এই জুতাকে বেছে নিচ্ছে চলাফেরায় আরামের জন্য।

জেলি অ্যাক্সেসরিজ: রঙিন প্লাস্টিকের তৈরি এই জেলি ব্যাগ, জুতা বা ব্রেসলেট আশির দশকে খুব পরিচিত ছিল। যদিও আরাম ও পরিবেশবান্ধব না হওয়ায় কিছুটা পেছনে পড়েছে, তবুও বর্ষাকালে বা ‘রেইনি ডে লুক’-এ এখনো অনেকে ব্যবহার করছেন।

বডিস্যুট: নব্বইয়ের স্টাইলিশ ও কার্যকরী ফ্যাশন আইটেম ছিল বডিস্যুট। বর্তমানে এটি শুধু পশ্চিমা দেশে নয়, বাংলাদেশেও জায়গা করে নিচ্ছে। এটি জিন্স, লেদার প্যান্ট বা শাড়ির সঙ্গেও মানিয়ে যায়।

ক্ল ক্লিপ: দুই সেকেন্ডে চুল গুছিয়ে ফেলার সহজ উপায় ‘ক্ল ক্লিপ’ আবার ফিরে এসেছে। কর্মজীবী নারী বা শিক্ষার্থীদের মধ্যে এটি এখন আবার জনপ্রিয় হয়ে উঠছে।

লাবুবু ও কার্টুন স্টাইল: এটি নতুন সংযোজন হলেও অনেকেই বলছেন, এটি পুরোনো Monchhichi খেলনার মতো। ব্যাগে ঝুলন্ত ছোট কার্টুন ক্যারেক্টার এখন তরুণদের স্টাইল স্টেটমেন্ট।

স্লিপ ড্রেস: নব্বইয়ের পার্টি লুক থেকে উঠে আসা এই হালকা ঢিলেঢালা পোশাক এখন জনপ্রিয় বিবাহ অনুষ্ঠান, গ্রীষ্মকালীন আড্ডা বা ক্যাজুয়াল ডে-আউট লুক হিসেবে।

ফ্যাশনের এই ফিরে আসা শুধুই স্টাইল নয়, বরং পুরোনো দিনের এক টুকরো গল্প, যা নতুন প্রজন্ম নিজেদের মতো করে বলছে। সময় বদলায়, ভাবনাও বদলায়, কিন্তু ফ্যাশনের চক্র যেন ঘুরে ফিরে আবার নতুন আঙ্গিকে ফিরে আসে।