বিয়ের ওপর কর ধার্যের প্রতিবাদে রাজধানীতে মানববন্ধন করেছে ‘সাধারণ ছাত্র-জনতা’র ব্যানারে একটি সংগঠন। আজ রোববার (১৯ জানুয়ারি) বিকেলে জাতীয় প্রেস ক্লাবের সামনে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়।
মানববন্ধনে অংশ নিয়ে বক্তারা বলেন, বিয়ে মানুষের মৌলিক অধিকারের একটি। এছাড়া, এটি ইসলামের অন্যতম একটি বিধান।
তারা অভিযোগ করেন, চতুর্থ বিয়ের ক্ষেত্রে উচ্চহারে কর নির্ধারণ করে এ বিধানের পথ রুদ্ধ করার একটি সাংঘর্ষিক পন্থা বেছে নিয়েছিল বিগত আওয়ামী লীগ সরকার। অবিলম্বে বিয়ের ওপর নির্ধারিত কর বাতিলের দাবি জানান বক্তারা।
প্রসঙ্গত, গত বছরের শুরুর দিকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) ২০১৬ সালের আদর্শ কর তফসিল অনুযায়ী আগের তিন স্ত্রী বর্তমান থাকা অবস্থায় চতুর্থ বিয়ের ক্ষেত্রে ৫০ হাজার টাকা কর ধার্য করে।

 
                            -20250119132819.jpg) 
                                     সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন 
                                     
                                     
                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                    -20251031160223.webp) 
                                                                                     
                             
        
        
       -20251031164732.webp) 
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
       -20251025002118.webp) 
        
        
        
        
        
        
        
       
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন