ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) আগামী মে মাস থেকে শুক্রবার সকাল থেকেই মেট্রোরেল চালানোর পরিকল্পনা করছে। মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) উত্তরায় মেট্রোরেলের ডিপোতে এক সাংবাদিক বৈঠকে ডিএমটিসিএলের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আবদুর রউফ এই তথ্য জানান।
বর্তমানে, মেট্রোরেল শুক্রবার দুপুর ৩টা থেকে অর্থাৎ সাপ্তাহিক ছুটির দিন হিসেবে অর্ধদিবস চলাচল করছে।
ডিএমটিসিএলের ব্যবস্থাপনা পরিচালক আবদুর রউফ বলেন, আমরা মেট্রোরেলের ফ্রিকোয়েন্সি মে মাসের মধ্যে সহনীয় পর্যায়ে নিয়ে আসার কাজ করছি। এ বিষয়ে আমাদের উপদেষ্টা পরামর্শ দিয়েছেন এবং মে মাসকে আমরা লক্ষ্যমাত্রা হিসেবে নির্ধারণ করেছি। আশা করছি, মে মাসের মধ্যে এটি পুরোপুরি কার্যকর করতে পারবো।
এক সাংবাদিকের প্রশ্নের জবাবে, ডিএমটিসিএলের এমডি আরও বলেন, মেট্রোরেল রাত ১০টা পর্যন্ত চলাচলের জন্য চাপ রয়েছে। তিনি জানান, মেট্রোরেলের পিলারে গ্রাফিতি মেনে নেওয়া যায় এবং এটি আমাদের উৎসাহিত করছে। তবে বর্তমানে অনেক পোস্টার লাগানো হচ্ছে। ঢাকা শহরের সৌন্দর্য রক্ষা করতে সিটি করপোরেশন ও পুলিশকে চিঠি দেওয়া হয়েছে এবং আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নেবো।

 
                             
                                     সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন 
                                     
                                     
                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                    -20251031160223.webp) 
                                                                                     
                             
        
        
       -20251031164732.webp) 
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
       -20251025002118.webp) 
        
        
        
        
        
        
        
       
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন