বহুল আলোচিত এবং বিতর্কিত কর্মকর্তা সেতু বিভাগের অতিরিক্ত সচিব রশিদুল হাসান (পরিচিতি নম্বর-৭৬৩৭) বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লি. (বোয়েসেল) এর ব্যবস্থাপনা পরিচালক হিসেবে যোগদানের জন্য তাড়াহুড়ো করে রিলিজ নিয়েছেন।
সূত্রের বরাতে জানা যায়, জনপ্রশাসন মন্ত্রণালয়ের গত ১৮ ফেব্রুয়ারি বদলির প্রজ্ঞাপনের প্রেক্ষিতে ২০ ফেব্রুয়ারি রিলিজ নিয়েছেন।
উল্লেখ্য, গতবছরের ১৯ ডিসেম্বর এ ফ্যাসিষ্ট সরকারের দোসর, চাটুকার ও বহুরূপী চরিত্রের অধিকারী এবং ওবায়দুল কাদেরের পকেটের পুতুল রশিদুল হাসানকে জ্যেষ্ঠতা লঙ্ঘন করে ও প্রশাসনের রেওয়াজ ভেঙ্গে সেতু বিভাগের সচিব করার একটি পায়তারা চালানো হয়েছিল। কেন তাকে এখনও ওএসডি বা বাধ্যতামুলক অবসরে পাঠানো হয়নি তা নিয়ে সকলের কাছে সৃষ্টি হয়েছে সীমাহীন কৌতুহল।
এর আগে, এ সংক্রান্ত একটি সংবাদ গণমাধ্যমে প্রকাশের পর জনপ্রশাসন মন্ত্রণালয় তাকে সচিব করা হতে বিরত রাখে। তার মত ফ্যাসিষ্ট সরকারের একজন দোসর প্রাইজ পোস্টিং পাওয়ায় সেতু ভবনের সকল শ্রেণির কর্মকর্তা-কর্মচারীরা হতবাক হয়েছেন। ফ্যাসিস্ট সরকারের সাথে সুসম্পর্ক থাকায় তিনি দীর্ঘ ৫ বছর ধরে সেতু বিভাগে একচ্ছত্র আধিপত্য বিস্তার করেছেন। ঐ সময়ে সকল কর্মকর্তা/ কর্মচারীরা তার ভয়ে তটস্থ ছিলেন। অযথাই তিনি নিয়মিত বিদেশ ভ্রমণ করতেন।
এছাড়া, তিনি সেতু বিভাগের সবচেয়ে ক্ষমতাধর এবং সুবিধাভোগী কর্মকর্তা হিসেবে পরিচিত। তার অবৈধ নির্দেশ না মানলে অনেককেই শাস্তিমূলক বদলির শিকার হতে হয়েছে। এমনকি তিনি সেতু বিভাগ থেকে নিয়েছেন অনেক ধরনের অবৈধ সুবিধা। নিয়মিত সচিব থাকা সত্ত্বেও সাবেক সেতুমন্ত্রী কাদেরের সকল অবৈধ সুযোগ-সুবিধা অতিরিক্ত সচিব (প্রশাসন) হিসেবে তিনিই নিশ্চিত করতেন।
এছাড়া, অফিস সময়ের পরেও ওবায়দুল কাদেরের বাসায়ও ছিলো তার অবাধ যাতায়াত।
গত ৫ আগস্ট এর পর তিনি অফিস করতেন অনেক ভয়ের মধ্য দিয়ে। তিনি অন্যত্র বদলির চেষ্টা করেছেন অনেকবার। কিন্তু সফল না হয়ে ভোল পাল্টে সেতু বিভাগেই রয়ে যান। ছাত্র-জনতার আন্দোলনে তার ভূমিকা ছিলো প্রশ্নবিদ্ধ যার গুঞ্জন এখনও সেতু বিভাগে চাউর রয়েছে। ৫ আগষ্ট এর ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের পর তিনি নিজেকে আড়াল করে ফেলেন।

 
                             
                                     সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন 
                                     
                                     
                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                    -20251031160223.webp) 
                                                                                     
                             
       -20251031164732.webp) 
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
       -20251025002118.webp) 
        
        
        
        
        
        
        
       
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন