হঠাৎ করে আজ বৃহস্পতিবার ভোরে রাজধানীর চারটি থানা পরিদর্শন করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। পরিদর্শনকালে তিনি সাংবাদিকদের বলেন, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ভোরে দায়িত্বে কিছুটা শিথিলতা দেখায়, যার সুযোগে সন্ত্রাসী ও অপরাধীরা বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড করতে চায়। এজন্য তিনি বাহিনীকে নির্দেশ দেন, যেন তারা এই সময়েও সজাগ ও সতর্ক থাকে।
তিনি আরও জানান, গুলশান থানায় দায়িত্বে অবহেলা করায় একজন এসআই এবং একজন কনস্টেবলকে সাসপেন্ড করা হয়েছে।
এদিন তিনি মিরপুর, দারুসসালাম, আদাবর ও মোহাম্মদপুর থানা পরিদর্শন করেন। পরিদর্শনকালে তিনি বাহিনীর সদস্যদের সবসময় সজাগ এবং সতর্ক থাকার পরামর্শ দেন, যাতে আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখা যায় এবং জনগণ নির্বিঘ্নে ঘুমাতে এবং চলাফেরা করতে পারে।
উপদেষ্টা বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি মনিটরিংয়ের জন্য মন্ত্রণালয়ের অফিসারদেরও দায়িত্ব দেওয়া হয়েছে এবং ফোর্স ও টহলের সংখ্যা বাড়ানো হয়েছে। তিনি আরও বলেন, যারা পরিস্থিতি অবনতি ঘটাচ্ছে, তাদের আইনের আওতায় আনা হবে।
চলমান যৌথ অভিযান কতদিন চলবে, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, পরিস্থিতি উন্নত হলে যৌথ অভিযান বন্ধ করা হবে, তবে অন্যান্য অভিযান অব্যাহত থাকবে।
পরিদর্শন শেষে উপদেষ্টা মিরপুর থানায় গিয়ে সেখানে ডিউটি অফিসারসহ অন্যান্য কর্মকর্তাদের সঙ্গে কথা বলেন এবং প্রয়োজনীয় দিক-নির্দেশনা দেন। তিনি পথে জিল্লুর রহমান ফ্লাইওভার চেকপোস্ট ও কালশী মোড় চেকপোস্টও পরিদর্শন করেন এবং দায়িত্বরতদের সঙ্গে আলোচনা করেন।
তিনি মিরপুর থানা মোড় ও টেকনিক্যাল মোড়ে সাধারণ জনগণের সঙ্গে কথা বলেন এবং তাদের থেকে বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে মতামত নেন। জনসাধারণের প্রতিক্রিয়া ছিল যে বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি সন্তোষজনক।

 
                             
                                    
 সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন 
                                     
                                     
                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                    -20251031160223.webp) 
                                                                                     
                             
        
        
       -20251031164732.webp) 
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
       -20251025002118.webp) 
        
        
        
        
        
        
        
       
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন