ইসরায়েলের গাজা ও রাফায় চালানো হামলার প্রতিবাদে ‘সবার আগে বাংলাদেশ ফাউন্ডেশন’ স্বাধীনতা কনসার্টের তারিখ একদিন পিছিয়ে দিয়েছে।
সোমবার (৭ এপ্রিল) সংগঠনের সাংগঠনিক সম্পাদক জাহিদুল ইসলাম রনির স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, ১১ এপ্রিল ২০২৫ শুক্রবার ঢাকাসহ দেশের চারটি বিভাগীয় শহরে আয়োজনের কথা ছিল ‘স্বাধীনতা কনসার্ট’।
মহান স্বাধীনতা দিবস (২৬ মার্চ) উপলক্ষে আয়োজিত এ কনসার্টে ঢাকার জাতীয় সংসদ ভবনের সামনে মানিক মিয়া এভিনিউ ছাড়াও বগুড়া, চট্টগ্রাম ও খুলনায় পৃথক ভেন্যুতে অনুষ্ঠানের পরিকল্পনা রয়েছে।
সংগঠনের পক্ষ থেকে বলা হয়, গাজা ও রাফায় ইসরায়েলি সেনাবাহিনীর নৃশংস হামলায় শিশু, নারী ও বৃদ্ধসহ হাজার হাজার নিরপরাধ মানুষ প্রাণ হারিয়েছেন। গাজা এখন এক মৃত্যুকূপে পরিণত হয়েছে। যেখানে দখলদার ইসরায়েল মানবতাবিরোধী অপরাধ চালিয়ে যাচ্ছে। অথচ আন্তর্জাতিক সম্প্রদায় এখনও নীরব দর্শকের ভূমিকায় রয়ে গেছে, যা আরও বেদনাদায়ক।
সংগঠনের সভাপতি শহীদউদ্দীন চৌধুরী এ্যানি ও সাধারণ সম্পাদক রকিবুল ইসলাম বকুল এক যৌথ বিবৃতিতে বলেন, ‘ইসরায়েলের এই নৃশংসতা ভাষায় প্রকাশযোগ্য নয়। এমন পরিস্থিতিতে বাংলাদেশের জনগণকে আরও সোচ্চার হয়ে ফিলিস্তিনের মানুষের পাশে দাঁড়াতে হবে।’
তারা আরও জানান, স্বাধীনতা কনসার্ট কেবল একটি সাংস্কৃতিক আয়োজন নয় বরং এটি স্বাধীনতা, মানবাধিকার ও বৈশ্বিক ন্যায়বিচারের পক্ষে অবস্থান নেওয়ার একটি প্রতীকী উদ্যোগ।

 
                             
                                    
-20250407090027.webp)
 সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন 
                                     
                                     
                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                    -20251031160223.webp) 
                                                                                     
                             
        
        
       -20251031164732.webp) 
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
       -20251025002118.webp) 
        
        
        
        
        
        
        
       
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন