আজ ১৭ এপ্রিল। বাংলাদেশের ইতিহাসে এক অবিস্মরণীয় দিন।
১৯৭১ সালের এই দিনে মেহেরপুরের বৈদ্যনাথতলার আম্রকাননে আনুষ্ঠানিকভাবে স্বাধীন বাংলাদেশের অস্থায়ী সরকার শপথ গ্রহণ করে।
এই ঐতিহাসিক স্থানটিকে পরবর্তীতে ‘মুজিবনগর’ নামে অভিহিত করা হয়।
এদিনের মধ্য দিয়েই বাংলাদেশের মুক্তিযুদ্ধ ও সরকার পরিচালনায় প্রাতিষ্ঠানিক কাঠামো গড়ে ওঠে।
এর আগে, ১৯৭১ সালের ১০ এপ্রিল স্বাধীন সার্বভৌম গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার গঠিত হয়।
সাংবিধানিক কাঠামো না থাকায় বঙ্গবন্ধুকে রাষ্ট্রপতি এবং সৈয়দ নজরুল ইসলামকে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি ঘোষণা করা হয়। তাজউদ্দীন আহমদ হন অস্থায়ী সরকারের প্রধানমন্ত্রী।
মন্ত্রিপরিষদে আরও ছিলেন:
ক্যাপ্টেন এম মনসুর আলী– অর্থ, শিল্প ও বাণিজ্য
খন্দকার মোশতাক আহমেদ– পররাষ্ট্র ও আইন
এএইচএম কামরুজ্জামান– স্বরাষ্ট্র, ত্রাণ ও পুনর্বাসন
মুক্তিবাহিনীর প্রধান কমান্ডার হিসেবে নিযুক্ত হন জেনারেল এম এ জি ওসমানী এবং চিফ অব স্টাফ হন মেজর জেনারেল আবদুর রব।

 
                             
                                     সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন 
                                     
                                     
                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                    -20251031160223.webp) 
                                                                                     
                             
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
       -20251025002118.webp) 
        
        
        
        
        
        
        
       
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন