ঢাকা মঙ্গলবার, ০১ জুলাই, ২০২৫

১৮ জুলাই নতুন দিবস ঘোষণা

রূপালী ডেস্ক
প্রকাশিত: জুলাই ১, ২০২৫, ০১:০০ এএম
ছবি- সংগৃহীত

স্বৈরাচারবিরোধী আন্দোলনের ধারাবাহিকতায় ১৮ জুলাইকে ‘বেসরকারি বিশ্ববিদ্যালয় প্রতিরোধ দিবস’ হিসেবে ঘোষণা করা হয়েছে।

সোমবার (৩০ জুন) রাতে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পক্ষ থেকে এই দিবস ঘোষণার কথা জানানো হয়।

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম তার ভেরিফায়েড ফেসবুক আইডিতে একটি পোস্ট দিয়ে দিবসটির আনুষ্ঠানিক ঘোষণা তুলে ধরেন। সেখানে একটি পোস্টার শেয়ার করে তিনি লেখেন,

‘আগামীকাল জুলাই স্মরণে ক্যালেন্ডার প্রকাশ করবে সরকার। জুলাই অভ্যুত্থানের অনেকগুলো গুরুত্বপূর্ণ তারিখ রয়েছে। এর মধ্যে ১৮ জুলাই ছিল বেসরকারি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের সর্বাত্মক সাহসী প্রতিরোধের দিন।’

তাঁর ভাষ্য অনুযায়ী, ১৮ জুলাই থেকে প্রতিবছর এই দিনটি ‘বেসরকারি বিশ্ববিদ্যালয় প্রতিরোধ দিবস’ হিসেবে পালন করা হবে।

এর আগে ‘জুলাই অভ্যুত্থান’ স্মরণে অন্তর্বর্তী সরকার আরও তিনটি দিনকে বিশেষ দিবস হিসেবে ঘোষণা করেছিল। সেগুলো হলো—

৫ আগস্ট: গণঅভ্যুত্থান দিবস

৮ আগস্ট: নতুন বাংলাদেশ দিবস (যা পরে বাতিল করা হয়)

১৬ জুলাই: শহীদ আবু সাঈদ দিবস

তবে ব্যাপক সমালোচনার মুখে ৮ আগস্টকে ‘নতুন বাংলাদেশ দিবস’ হিসেবে ঘোষণা দেওয়ার সিদ্ধান্ত থেকে সরে আসে সরকার।