ঢাকা মঙ্গলবার, ২২ জুলাই, ২০২৫

সাতজনের পরিচয় শনাক্তে লাগবে ডিএনএ পরীক্ষা

রূপালী ডেস্ক
প্রকাশিত: জুলাই ২২, ২০২৫, ০১:১৯ এএম
বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত। ছবি- সংগৃহীত

রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে এখন পর্যন্ত অন্তত ২০ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।

এদিকে, স্বাস্থ্য মন্ত্রণালয় ১৭ জন নিহত হওয়ার তথ্য পেয়েছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক ডা. মো. সায়েদুর রহমান। যাদের সবাই শিশু। ১৭ শিশুর মধ্যে সাতজনের মরদেহ এতটাই পুড়ে গেছে, তাদের পরিচয় শনাক্ত করতে ডিএনএ পরীক্ষা করতে হবে।

সোমবার (২১ জুলাই) রাত সাড়ে ৮টার দিকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে সাংবাদিকদের সঙ্গে তিনি এসব তথ্য জানান।

ডা. মো. সায়েদুর রহমান বলেন, ‘নিহত ১৭ জনের সবাই শিশু। এর মধ্যে সাতজনের পরিচয় শনাক্ত করা যায়নি। তাদের পরিচয় শনাক্ত করতে ডিএনএ পরীক্ষা লাগবে।’

তিনি আরও বলেন, তাদের কাছে থাকা তথ্য অনুযায়ী এখন পর্যন্ত ৮৮ জন হাসপাতালে ভর্তি আছে। প্রাথমিক মূল্যায়নে ২৫ জনের অবস্থা আশঙ্কাজনক।