বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের অধীনে বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের মিডিয়া ফেলোশিপ-২০২৫ সম্মাননা পেয়েছেন মোহাম্মদ আবদুল্লাহ মজুমদার। তিনি বর্তমানে বেসরকারি টেলিভিশন চ্যানেল বাংলাভিশনে কর্মরত। আবদুল্লাহ মজুমদার ছাড়াও এ ফেলোশিপ অর্জন করেছেন বিভিন্ন গণমাধ্যমে কর্মরত আরও ৯ সাংবাদিক।
সোমবার (২৫ আগস্ট) রাজধানীর আগারগাঁওয়ের পর্যটন ভবনে ১০ জন সংবাদকর্মীর হাতে ফেলোশিপের সনদ ও নগদ অর্থ তুলে দেওয়া হয়।
সম্মাননা পাওয়া অন্য ৯ জন ফেলো হলেন: দৈনিক পার্বত্য চট্টগ্রামের রাঙামাটি প্রতিনিধি ইয়াছিন রানা সোহেল, দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের মো. আরিফুর রহমান, কালের কণ্ঠের মাসুদ রুমি, ঢাকা মেইলের মোস্তফা ইমরুল কায়েস, দ্য ফিন্যান্সিয়াল এক্সপ্রেসের জসীম হারুন, এখন টেলিভিশনের নাঈম উল ইসলাম, বাংলাদেশ টেলিভিশনের শফিউল্লাহ সুমন, এনটিভির নিয়ামুল আজিজ সাদেক ও সময় টিভির আবদুল্লাহ আন নূর।
মোহাম্মদ আবদুল্লাহ মজুমদার এর আগে হিজড়া জনগোষ্ঠীর উন্নয়নে অবদানের জন্য বন্ধু মিডিয়া ফেলোশিপসহ একাধিক সম্মাননা অর্জন করেছেন। এ ছাড়া তিনি ঢাকা সাংবাদিক ইউনিয়ন ও ফেনী সাংবাদিক ফোরাম, ঢাকাসহ বেশ কয়েকটি সংগঠনের সঙ্গে সম্পৃক্ত। তার পৈতৃক নিবাস ফেনীর ছাগলনাইয়া উপজেলার উত্তর যশপুর গ্রামে।

 
                             
                                    

 সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন 
                                     
                                     
                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                    -20251031160223.webp) 
                                                                                     
                             
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
       -20251025002118.webp) 
        
        
        
        
        
        
        
       
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন