ঢাকা বৃহস্পতিবার, ০২ অক্টোবর, ২০২৫

শিল্পকলার ‘বেআইনি কর্মকাণ্ডের’ দায় এড়াতে আরও ৪ সদস্যের পদত্যাগ

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: অক্টোবর ১, ২০২৫, ১১:০২ পিএম
শিল্পকলা একাডেমি। ছবি- সংগৃহীত

বাংলাদেশ শিল্পকলা একাডেমির পরিচালনা পরিষদ থেকে আরও চার জন সদস্য পদত্যাগ করেছেন। পদত্যাগকারীরা হলেন আজাদ আবুল কালাম, সামিনা লুৎফা নিত্রা, লায়েকা বশীর এবং র‌্যাচেল প্যারিস।

বুধবার (১ অক্টোবর) বিকেলে তারা শিল্পকলা একাডেমির মহাপরিচালক শেখ রেজাউদ্দিন আহমেদের কাছে পদত্যাগপত্র জমা দেন।

অভিনয়শিল্পী আজাদ আবুল কালাম জানিয়েছেন, ‘পরিষদের কার্যক্রম অকার্যকর। প্রতি তিন মাসে সভা হওয়ার নিয়ম থাকলেও শেষ সভা হওয়ার পর ৯ মাস পার হয়ে গেছে। শিল্পকলা যদি কোনো উদ্যোগ নেয়, সেটিও পরিষদের অনুমতিতে হওয়া উচিত। কিন্তু এমন কিছু আমাদের নজরে আসেনি। বেআইনি কোনো উদ্যোগ হলে দায়ভার আমাদের উপর পড়তে পারে, অথচ আমাদের কিছু জানানো হয় না।’

বিগত নয় মাসে পরিচালনা পরিষদের সভা কেবল একবারই অনুষ্ঠিত হয়েছে। ওই সভাটি সৈয়দ জামিল আহমেদ দায়িত্বে থাকাকালে হয়েছে। ২৮ ফেব্রুয়ারি মহাপরিচালক পদ থেকে সৈয়দ জামিল আহমেদের পদত্যাগের পরও কোনো সভা ডাকা হয়নি।

শিল্পকলা একাডেমি আইন অনুযায়ী, পরিষদকে প্রতি তিন মাসে অন্তত একবার সভায় মিলিত হতে হবে এবং সভার তারিখ, সময় ও স্থান নির্ধারণের দায়িত্ব পরিষদের সভাপতি কর্তৃক পালন করা হয়।

এর আগে গত জুলাইয়ের প্রথম সপ্তাহে চারুকলা বিভাগের পরিচালক মোস্তফা জামান এবং জুলাইয়ের শেষ সপ্তাহে লেখক ও গবেষক আলতাফ পারভেজও পরিষদ থেকে পদত্যাগ করেছিলেন।

উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর তৎকালীন মহাপরিচালক লিয়াকত আলী লাকী আর অফিস করেননি এবং পরে পদত্যাগ করেছেন।

৯ সেপ্টেম্বর নাট্যনির্দেশক ও গবেষক অধ্যাপক সৈয়দ জামিল আহমেদকে দুই বছরের জন্য নতুন মহাপরিচালক হিসেবে দায়িত্ব দেওয়া হয়, কিন্তু কয়েক মাসের মধ্যে তিনিও পদত্যাগ করেন। সম্প্রতি প্রতিষ্ঠানটি নতুন মহাপরিচালক পেয়েছে।