আমরা এই দেশে মেজরিটি মাইনরিটি মানি না। আমরা মানবতাকে টুকরা টুকরা দেখতে চাই না। সংখ্যালঘু আর নিজেদেরকে বলবেন না। কিসের সংখ্যা লঘু আর কিসের সংখ্যা গুরু। এই দেশে যে জন্ম নিয়েছে সেইই এই দেশের গর্বিত নাগরিক বলে জানিয়েছেন জামায়াতে ইসলামী আমীর ডা.শফিকুর রহমান।
বুধবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে পঞ্চগড় চিনিকল মাঠে জেলা জামায়াতে ইসলামী আয়োজনে এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ডা. শফিকুর রহমান বলেন, `আমরা নাগরিকদের ভাগ বাটোয়ারা কোন ধর্ম বা দলের ভিত্তিতে গড়ার পক্ষে নই। এই বোধ ছিলো অতীতে পতিত স্বৈরাচারের আমলে। তারা এই জাতিকে ভেঙ্গে টুকরা টুকরা করে মুখোমুখি লাগিয়ে রেখেছিলো। যে দেশের জনগণ ঐক্যবদ্ধ থাকতে পারে না সে দেশের মানুষ মাথা সোজা করে সম্মানের সাথে দাঁড়াতে পারে না। স্বাধিনতার ৫৪ বছর গেলো আর কতো বছর আমাদেরকে এভাবে টুকরা টুকরা করে রাখা হবে। আমাদের স্পষ্ট ঘোষণা, আমরা কোন মেজরিটি মাইনরিটি মানি না`।
তিনি আরও বলেন, `আমরা আমাদের প্রতিবেশীকে কষ্ট দিতে চাইনা। তবে আমাদের প্রতিবেশিও যেন আমাদের উপর এমন কোন কিছু চাপিয়ে না দেন যা বাংলাদেশের মানুষের জন্য সম্মানজনক নয়। যদি এরকম কিছু তারা করেন তাহলে দেশের স্বার্থে ভূমিকা পালন করতে আমরা কারও চোখের দিকে তাকাবো না`।

 
                             
                                    
 সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন 
                                     
                                     
                                     
                                                                                     
                                                                                    -20251031183405.webp) 
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                             
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
       -20251025002118.webp) 
        
        
        
        
        
        
        
       
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন