সারজিস ও হাসনাত দু’জনই আপসকামী নেতা ছিলেন, যার ফলে তারা উপদেষ্টা হতে পারেননি। তারা উপদেষ্টা হতে চাইলেও তাদের ছাত্রলীগের অতীত থাকার কারণে সে সুযোগ দেওয়া হয়নি। আমরা অতীত ভুলি নাই বলে মন্তব্য করেছেন আমজনতা দলের সদস্য সচিব এবং আলোচিত ছাত্রনেতা মো. তারেক রহমান।
এক সাক্ষাৎকারে নির্বাচনসহ বিভিন্ন বিষয়ে মতামত প্রকাশকালে তিনি এ মন্তব্য করেন।
তারেক রহমান বলেন, সারজিস আলম বলেছেন, শেখ হাসিনার বিচার না হওয়া পর্যন্ত বাংলাদেশে কোনো নির্বাচন হবে না। কিন্তু সে ভালো করেই জানে, শেখ হাসিনার বিচার বাংলাদেশে কখনো সম্ভব নয়। তারা আজীবন ক্ষমতায় থাকার পরিকল্পনা করেছে।
তিনি দাবি করে বলেন, হাসনাতের একটি বক্তব্য রয়েছে—যতদিন বিএনপি বিরোধী দলে থাকবে, ততদিন দেশে কোনো নির্বাচন প্রয়োজন নেই। অতীতে তারা এ কথা বলেছে, এখনো বলছে। বিশেষ করে, যারা ছাত্রলীগ থেকে উঠে এসেছে, তারা নির্বাচনকে গুরুত্ব দেয় না।
তিনি আরও বলেন, আগামী নির্বাচনে মূল ফোকাস থাকবে বিএনপির দিকেই। অনেকে নানা ধরনের রাজনৈতিক তৎপরতা চালাতে পারেন, তবে শেষ পর্যন্ত সবার দৃষ্টি বিএনপির দিকেই থাকবে। এমনকি আমাদের ছাত্রনেতারাও বিএনপির কাছে আসন চাইবে। যদি তা না হয়, তাহলে আমার রাজনৈতিক বিশ্লেষণ ভুল প্রমাণিত হবে।
তারেক রহমান বলেন, বিএনপি প্রান্তিক পর্যায়ে জনপ্রিয় একটি দল। সে কারণে, মাঠপর্যায়ের যেকোনো নেতার জন্য বিএনপির সহযোগিতা প্রয়োজন। এমনকি অনেক বড় দলের সভাপতিরাও নিজ আসনে বিজয়ী হতে পারবেন না, যদি বিএনপি তাদের সে সুযোগ না দেয়। এটি একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক হিসাব-নিকাশ।
তিনি আরও বলেন, এই গণঅভ্যুত্থানে আমরা লড়াই করেছি, আহত হয়েছি, নিপীড়নের শিকার হয়েছি, রিমান্ডে গেছি, এমনকি গুলিবিদ্ধ হয়েও চিকিৎসা পাইনি। তাই একজন বিপ্লবের অংশীদার হিসেবে সংসদে যাওয়ার অধিকার আমারও রয়েছে।

 
                             
                                    
 সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন 
                                     
                                     
                                     
                                                                                     
                                                                                    -20251031183405.webp) 
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                             
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
       -20251025002118.webp) 
        
        
        
        
        
        
        
       
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন