ঢাকা সোমবার, ২২ সেপ্টেম্বর, ২০২৫

ছাত্রদলের সমাবেশে মেডিকেল বুথ, প্রস্তুত চিকিৎসা টিম

রূপালী ডেস্ক
প্রকাশিত: আগস্ট ৩, ২০২৫, ১২:৪৩ পিএম
ছাত্রদলের সমাবেশে নেতাকর্মীদের চিকিৎসাসেবা দিতে বুথ স্থাপন করা হয়েছে। ছবি- সংগৃহীত

জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে রাজধানীর শাহবাগে আয়োজিত ছাত্রদলের সমাবেশ ঘিরে নেতাকর্মীদের ভিড় বাড়ছে।

রোববার (৩ আগস্ট) সকাল থেকেই দেশের বিভিন্ন জেলা ও মহানগর থেকে নেতাকর্মীরা জড়ো হতে থাকেন সমাবেশস্থলে।

নেতাকর্মীদের প্রাথমিক চিকিৎসাসেবা নিশ্চিত করতে ছাত্রদলের পক্ষ থেকে স্থাপন করা হয়েছে একটি মেডিকেল বুথ। কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ডা. আউয়ালের নেতৃত্বে গঠিত একটি মেডিকেল টিম সকাল থেকেই মাঠে সক্রিয় রয়েছে।

এই টিমে রয়েছেন যশোর মেডিকেল কলেজ ছাত্র সংসদের সাবেক জিএস ডা. স্বপনসহ কয়েকজন অভিজ্ঞ চিকিৎসক ও স্বেচ্ছাসেবক।

ডা. আউয়াল বলেন, সমাবেশে জনসমাগম অনেক বেশি হবে জেনেই প্রস্তুতি নেওয়া হয়েছে। গরমের কারণে হিটস্ট্রোক বা অসুস্থতা দেখা দিতে পারে, তাই প্রয়োজনীয় চিকিৎসাসেবা নিশ্চিত করতেই আমরা মাঠে আছি।

তিনি আরও জানান, মেডিকেল বুথে রাখা হয়েছে পর্যাপ্ত খাবার পানি, স্যালাইন ও জরুরি ওষুধ। হঠাৎ অসুস্থতা, জ্বর, সর্দি কিংবা পানিশূন্যতার সমস্যা হলে সঙ্গে সঙ্গেই সেবা দেওয়া হচ্ছে।

মেডিকেল টিমের সদস্য ডা. স্বপন বলেন, সকাল থেকেই আমরা কাজ শুরু করেছি। কেউ অসুস্থ হলে তাৎক্ষণিক সাড়া দিচ্ছি। গরম, ক্লান্তি বা পানি স্বল্পতায় যাতে কেউ সমস্যায় না পড়েন, সে জন্য সব প্রস্তুতি রাখা হয়েছে।

সমাবেশস্থলে দায়িত্ব পালনকারী নেতারা জানান, কর্মসূচি শান্তিপূর্ণভাবে শেষ করতে তারা বদ্ধপরিকর। আর নেতাকর্মীদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতেই এই মেডিকেল টিমের উদ্যোগ নেওয়া হয়েছে।