জুলাই গণঅভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বর্তমানে ভারতে আশ্রয় নিয়েছেন এবং কলকাতায় একটি অফিস খুলে সেখান থেকে কার্যক্রম চালাচ্ছেন বলে দাবি করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
শুক্রবার (৮ আগস্ট) বিকেলে জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।
রিজভী বলেন, ‘শেখ হাসিনা এখন কলকাতায় অফিস খুলে বাংলাদেশবিরোধী কার্যক্রম চালাচ্ছেন। দেশে তার কোনো জায়গা হয়নি, তাই তাকে এখন কলকাতায় আওয়ামী অফিস খুলে কাজ চালাতে হচ্ছে।’
তিনি আরও বলেন, ‘আওয়ামী লীগ সরকার এমন এক পরিস্থিতি তৈরি করেছিল, যেখানে বিরোধী দল মানেই জঙ্গি। কিন্তু সেই সময় বেগম খালেদা জিয়া পালাননি। অথচ পালিয়ে যেতে হয়েছে শেখ হাসিনাকে।’
এ সময় রিজভী প্রশ্ন তোলেন, ‘পলাতক শেখ হাসিনাকে ভারত কেন পুশব্যাক করছে না?’
বক্তব্যের সময় রিজভী অভিযোগ করেন, বর্তমান রাজনৈতিক অস্থিরতা ও সরকারের দমন-পীড়নের জন্য আওয়ামী লীগ নেতৃত্ব দায়ী।
তিনি বলেন, ‘জনগণের আন্দোলনের মাধ্যমেই ‘গণতন্ত্র পুনরুদ্ধার’ হবে।’