ঢাকা মঙ্গলবার, ২৬ আগস্ট, ২০২৫

ড. ইউনূস সরকারকে সুষ্ঠু ও শান্তিপূর্ণ গ্রহণযোগ্য নির্বাচন করতে হবে: মান্না

বগুড়া প্রতিনিধি
প্রকাশিত: আগস্ট ২৫, ২০২৫, ০৯:১৮ পিএম
নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। ছবি- রূপালী বাংলাদেশ

নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেছেন, ড. মুহাম্মদ ইউনূস সরকারকে অবশ্যই একটি ভালো, সুষ্ঠু, শান্তিপূর্ণ ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন করতে হবে। সেখানে যেন কেউ বলতে না পারে, ‘আমি ভোট দিতে পারিনি।’ ইউনুস সরকার আওয়ামী লীগের মতো চোর-ডাকাত সরকার নয়। রাহাজানি করে না, লুটপাট করে না। তবে ইউনুস সরকার কতটা ভালো নির্বাচন আয়োজন করতে পারবে, সেটিই এখন দেখার বিষয়। পুলিশ ব্যবস্থা এখনও পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি। তবে সময় আছে, সেটি করতে হবে।

সোমবার (২৫ আগস্ট) দুপুরে বগুড়া জেলা পরিষদ মিলনায়তনে জেলা নাগরিক ঐক্যের কর্মীসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

কর্মীসভায় সভাপতিত্ব করেন সাবেক জেলা সমন্বয়ক রাজিয়া সুলতানা ইভা।

মাহমুদুর রহমান মান্না বলেন, ‘গত তিনবার দেশে নির্বাচনের নামে যা হয়েছে, তাতে মানুষের সামনে মুখ দেখানোর উপায় নেই। পৃথিবীর কাছে আমাদের সম্মান নষ্ট হয়েছে। যদি এই সরকার ভালো নির্বাচন আয়োজন করতে পারে, তবে দেশের সম্মান বাঁচবে। শেখ হাসিনা ভোটের নামে দেশের মানুষের সঙ্গে তামাশা করেছেন। নাগরিকদের ভোটাধিকার কেড়ে নিয়েছেন। দিনের ভোট রাতে করে আওয়ামী লীগ এবং তাদেরই পাতানো বিরোধী দল জাতীয় পার্টি ও জাসদের প্রার্থীদের বিজয়ী করেছেন।’

ডাকসুর সাবেক এই নেতা আরও বলেন, ‘আওয়ামী লীগ মনে করেছিল অনির্দিষ্টকাল ক্ষমতায় থাকবে। কিন্তু তা কি পেরেছে? দৌড়াতে দৌড়াতে শেষ পর্যন্ত হেলিকপ্টারে উঠেছে। এখন ওখান (ভারত) থেকে শেখ হাসিনা মাঝে মাঝে গরম ঝাড়েন, তাতে কোনো কাজ হচ্ছে না, হবে না। কারণ মানুষ জানে, তারা লুট করেছে, চুরি করেছে। লুটেরাদের মানুষ আর দেখতে চায় না।’

মান্না বলেন, ‘পুলিশদের উদ্দেশে বলছি, নাগরিক ঐক্যের কারও অন্যায় দেখলে সাথে সাথে ধরে ফেলবেন। কিন্তু বিএনপির ক্ষেত্রে আপনারা ভাবেন ধরি কি না ধরি। কারণ মনে হয় ছয় মাস পর চাকরি থাকবে তো? তখন কে ক্ষমতায় আসবে? আমি এটা প্রচারের জন্য বলছি না। এখন বিএনপির সামনে তেমন প্রতিদ্বন্দ্বী নেই। অনেকেই দাঁড়াবে, আমিও দাঁড়াতে পারি। কিন্তু এর মানে এই নয় যে আমি তাদের পক্ষে বা বিপক্ষে দাঁড়াচ্ছি। তবে প্রশাসন যদি মনে করে বিএনপিই ক্ষমতায় আসবে, তাহলে তখন থেকেই তাদের স্যালুট দেওয়া শুরু করবে।’

পরে মাহমুদুর রহমান মান্না তার নির্বাচনি এলাকা বগুড়া-২ (শিবগঞ্জ) আসনের বিভিন্ন ইউনিয়নে গণসংযোগ ও পথসভা করেন।

কর্মীসভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় সদস্য আব্দুর রাজ্জাক তালুকদার সজীব। এ সময় উপস্থিত ছিলেন নাগরিক ঐক্যের নেতা সাইদুর রহমান সাগর, মামুনুর রশিদ, মকুল হাসান বাবু, আলিফ হোসেন, রাজি আহমেদ জয় বাহাদুর, আহসান হাবিব সহিদ, সুলতান আহমেদ, মহিদুল ইসলাম, আব্দুল হাই দুদু, ঝর্ণা বেগম, সম্পা বেগম প্রমুখ।