ঢাকা মঙ্গলবার, ১৫ জুলাই, ২০২৫

গণঅভ্যুত্থানের নেতাদের হেয় প্রতিপন্ন করা হচ্ছে: নাহিদ

পটুয়াখালী প্রতিনিধি
প্রকাশিত: জুলাই ১৪, ২০২৫, ০৬:০৭ পিএম
পটুয়াখালীতে জুলাই পদযাত্রা শেষে পথসভায় বক্তব্য দেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। ছবি- রূপালী বাংলাদেশ

গণঅভ্যুত্থানের নেতাদের হেয় প্রতিপন্ন করা হচ্ছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।

সোমবার (১৪ জুলাই) দুপুরে পটুয়াখালীতে পদযাত্রা শেষে পথসভায় তিনি এ অভিযোগ করেন।

নাহিদ ইসলাম বলেন, ‘শত্রু বাংলাদেশের ভেতরে নয়, বাইরে রয়েছে। তাদের বিরুদ্ধে বাংলাদেশের সব পক্ষকে ঐক্যবদ্ধ হতে হবে। কিন্তু আমাদের দুর্বল করে রাখার জন্য সবার মধ্যে বিভাজন সৃষ্টি করা হয়েছে। সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে মিডিয়ায় আমাদের বিরুদ্ধে মিথ্যা নিউজ তৈরি করে গণঅভ্যুত্থানের নেতাদের সবার কাছে হেয় প্রতিপন্ন করা হচ্ছে।’

তিনি বলেন, ‘মানুষের সমর্থন নিয়ে এই ষড়যন্ত্রের জবাব দেওয়া হবে। বিএনপি বাংলাদেশে মুজিববাদী সংবিধানকে টিকিয়ে রাখতে চাইছে। তারা এখন সন্ত্রাসী চাঁদাবাজে পরিণত হয়ে মুজিববাদের নতুন পাহারাদার হিসেবে আবির্ভূত হয়েছে।’

ষড়যন্ত্র প্রতিহতের আহ্বান জানিয়ে নাহিদ বলেন, ‘গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে তরুণরা যে মাফিয়া দুর্নীতিবাজ সিস্টেমের বদল ঘটাতে চেয়েছিল, সেই সিস্টেম কখনোই চায় না অভ্যুত্থানের নেতৃত্ব কোনোভাবে দাঁড়াক, রাজনৈতিকভাবে টিকে থাকুক। অভ্যুত্থানের শুরু থেকে আজ পর্যন্ত বিভিন্ন ষড়যন্ত্র চলমান রয়েছে, যা অভুত্থানের শক্তির মধ্যে বিভাজন তৈরি করেছে। এদের প্রতিহত করার জন্য জনসাধারণকে আহ্বান জানাচ্ছি।’

এর আগে পৌর শহরের নিউমার্কেট থেকে পদযাত্রা শুরু করেন দলের কেন্দ্রীয় নেতারা। পটুয়াখালী জেলা এনসিপির সমন্বয় কমিটির নেতৃবৃন্দ এবং জুলাই গণঅভ্যুত্থানে অংশগ্রহণকারী ছাত্র-জনতা পদযাত্রায় অংশগ্রহণ করেন।

পদযাত্রাটি নিউমার্কেট থেকে লঞ্চঘাট, চকবাজার, পুরান বাজার, মুকুল সিনেমা হল, বনানী, পৌরসভা হয়ে সার্কিট হাউজের সামনে গিয়ে পথসভায় মিলিত হয়।

জাতীয় নাগরিক পার্টি পটুয়াখালী জেলা সমন্বয় কমিটির প্রধান সমন্বয়কারী সুপ্রিম কোর্টের আইনজীবী জহিরুল ইসলাম মুসার সভাপতিত্বে পথসভায় বক্তব্য দেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন প্রমুখ।

কর্মসূচিতে দলের সদস্যসচিব আখতার হোসেন, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব, জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব তাসনিম জারা প্রমুখ উপস্থিত ছিলেন।

সভা শেষে তারা জুলাই আন্দোলনে শহিদ পরিবার ও আহতদের খোঁজখবর নেন। পরে দলের পটুয়াখালী জেলা কার্যালয় উদ্বোধন শেষে পাশ্ববর্তী জেলা বরগুনার উদ্যেশ্যে রওনা দেন তারা।