ঢাকা শুক্রবার, ০৯ মে, ২০২৫

পাকিস্তান থেকে সরে গেল পিএসএল

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: মে ৯, ২০২৫, ০৭:২৭ এএম
ছবি: সংগৃহীত

দিল্লি-ইসলামাবাদের মধ্যে ক্রমবর্ধমান উত্তেজনার কারণে পাকিস্তান সুপার লিগের (পিএসএল) দশম আসরের বাকি অংশ সরিয়ে নেওয়া হয়েছে সংযুক্ত আরব আমিরাতে। পিসিবি এক ঘোষণায় জানিয়েছে, মৌসুমের বাকি আট ম্যাচের সূচি ও ভেন্যু শিগগিরই আনুষ্ঠানিকভাবে চূড়ান্ত করা হবে।

শুক্রবার (৯ মে) পিএসএলের ম্যাচটি আরব আমিরাতে অনুষ্ঠিত হবে বলে কর্মকর্তারা জানিয়েছেন।

বৃহস্পতিবার রাওয়ালপিন্ডি স্টেডিয়ামে মুখোমুখি হওয়ার কথা ছিল করাচি কিংস ও পেশাওয়ার জালমির। তার আগে স্টেডিয়াম চত্বরে একটি ড্রোন বিধ্বস্ত হওয়ার পর পিসিবি জরুরি মিটিং করে ম্যাচটি স্থগিতের ঘোষণা দেয়। ওই মিটিংয়ে লিগের বিদেশি খেলোয়াড়রাও ছিলেন। তারাই লিগ আমিরাতে স্থানান্তরের ব্যাপারে পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভিকে অনুরোধ করেন।

ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ইএসপিএন ক্রিকইনফো জানিয়েছে, বিদেশি খেলোয়াড়রা ইতোমধ্যে পাকিস্তান ছেড়ে আমিরাতের পথে। সেখানে তারা লিগের বাকি ম্যাচগুলো খেলবে। বাকি ম্যাচের সূচি নির্ধারণে পিসিবি কাজ করছে। তাই পরের ম্যাচ শুরু হতে কয়েক দিন সময় লেগে যেতে পারে।

আসল সূচি অনুযায়ী বাকি ম্যাচগুলোর চারটি হওয়ার কথা ছিল রাওয়ালপিন্ডিতে, একটি ‍মুলতানে ও শেষ তিনটি লাহোরে। 

আমিরাতে পিএসএলের আসর নতুন কিছু নয়। ২০১৬ সালে এই দেশে শুরু হয়েছিল টুর্নামেন্টের পথচলা। ২০১৭ সালে দ্বিতীয় আসরও বসেছিল দেশটিতে। করোনা মহামারির কারণে ২০২১ সালের কিছু অংশের খেলা হয়েছিল আমিরাতে।

পিএসএল দেরিতে শেষ হওয়ার কারণে পাকিস্তানের আন্তর্জাতিক সূচিতেও প্রভাব পড়তে যাচ্ছে। আগের সূচি অনুযায়ী ১৮ মে লিগের ফাইনাল শেষ হওয়ার তিন দিন পর পাকিস্তানে যাওয়ার কথা ছিল বাংলাদেশের। ২৫ মে ফয়সালাবাদে দুই দলের পাঁচ টি-টোয়েন্টির প্রথমটি হওয়ার কথা। এই সিরিজের ভাগ্যে কী আছে সেই ব্যাপারে এখনও কোনও সিদ্ধান্ত নেয়নি পিসিবি, এমনটাই জানিয়েছে ক্রিকইনফো।