ঢাকা শুক্রবার, ১৬ মে, ২০২৫

ব্যাটিং ধসের দিনে জ্বলে উঠলেন সোহান

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: মে ১৫, ২০২৫, ০৭:৫৯ পিএম
নুরুল হাসান সোহান। ছবি- সংগৃহীত

সিলেটে নিউজিল্যান্ড ‘এ’ দলের বিপক্ষে প্রথম আনঅফিসিয়াল টেস্টের দ্বিতীয় দিনে বল হাতে আলো ছড়িয়েছেন খালেদ আহমেদ, আর ব্যাট হাতে নেতৃত্ব দিয়েছেন অধিনায়ক নুরুল হাসান সোহান।

দুই উইকেট হাতে নিয়ে দ্বিতীয় দিনে মাঠে নামে নিউজিল্যান্ড ‘এ’ দল। দিনের শুরুতেই খালেদ তুলে নেন বাকি দুটি উইকেট, আগের দিনের চার উইকেটের সঙ্গে যোগ হয় আরও দুইটি, যার ফলে ইনিংস শেষে তার নামের পাশে ছয় উইকেট। 

নিউজিল্যান্ড ‘এ’ ৩০ রান যোগ করে প্রথম ইনিংসে অলআউট হয় ২৫৬ রানে।

জবাবে ব্যাট করতে নেমে শুরুটা ভালো করলেও ইনিংস বড় করতে পারেননি বাংলাদেশ ‘এ’ দলের ব্যাটসম্যানরা। ওপেনার জাকির হাসান করেন ১২, এনামুল হক ২৪ এবং মাহমুদুল হাসান জয় থামেন ১৮ রানে।

 মিডল অর্ডারে অমিত হাসান খেলেছেন কিছু দৃষ্টিনন্দন শট, কিন্তু ২৫ রান করেই ফিরে যান তিনিও।

চাপের মধ্যে দলকে টেনে তোলেন অধিনায়ক নুরুল হাসান ও মাহিদুল ইসলাম। দুই উইকেটকিপারের এই জুটিতে আসে ১৩২ রান।

৭৯ বলে ২৫ রান করে মাহিদুল আউট হলেও তার আগেই নিজের ১২তম প্রথম শ্রেণির সেঞ্চুরি তুলে নেন নুরুল।

 ৮৮ বলে ১১ চার ও ৫ ছক্কায় ১০৭ রানের দুর্দান্ত ইনিংস খেলে তিনিও ফিরে যান জুটির ভাঙনের ঠিক পরপরই।

শেষ দিকে মাত্র ৩০ রানের ব্যবধানে চার উইকেট হারানোয় বাংলাদেশ ‘এ’ দল এখনও নিউজিল্যান্ড ‘এ’ দলের ৭ রানে পেছনে। দ্বিতীয় দিনশেষে বাংলাদেশের সংগ্রহ ৮ উইকেট হারিয়ে ২৪৯ রান।

তৃতীয় দিনে হাসান মুরাদ (১৩*) ও ইবাদত হোসেন (১*) ব্যাট হাতে শুরু করবেন দিনের খেলা।