ঘরের মাঠে দুর্দান্ত ফর্মে রয়েছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের সিরিজে টানা দুই জয়ে ইতোমধ্যেই সিরিজ নিশ্চিত করেছে লিটন দাসের নেতৃত্বাধীন দল।
বৃহস্পতিবার (২৪ জুলাই) সিরিজের শেষ ম্যাচে মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সন্ধ্যা ৬টায় মুখোমুখি হবে দুই দল।
বাংলাদেশের সামনে এখন সুযোগ সিরিজে হোয়াইটওয়াশ নিশ্চিত করার। বিপরীতে, পরপর হারের ধাক্কায় থাকা পাকিস্তান মর্যাদা রক্ষার শেষ লড়াইয়ে জয় চায়। এই ম্যাচ ঘিরে উভয় শিবিরেই দেখা যাচ্ছে কিছু পরিবর্তনের ইঙ্গিত।
গত ম্যাচে একাদশের বাইরে থাকা ওপেনার তানজিদ হাসান তামিমকে দেখা যেতে পারে আজ নাঈম শেখের পরিবর্তে। একইসঙ্গে দলে ফিরতে পারেন পেসার তাসকিন আহমেদও।
বাংলাদেশ: তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, লিটন দাস (অধিনায়ক ও উইকেটরক্ষক), তাওহিদ হৃদয়, শামীম হোসেন পাটোয়ারী, জাকের আলী অনিক, শেখ মেহেদী হাসান, তানজিম হাসান সাকিব, রিশাদ হোসেন, মুস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম।
পাকিস্তান: ফখর জামান, সাইম আইয়ুব, মোহাম্মদ হারিস, হাসান নওয়াজ, সালমান আলী আঘা (অধিনায়ক), খুশদিল শাহ, হুসাইন তালাত, ফাহিম আশরাফ, আব্বাস আফ্রিদি, সালমান মির্জা, আহমেদ দানিয়েল।
হোয়াইটওয়াশের লক্ষ্যে নামা বাংলাদেশের জন্য আজকের ম্যাচ শুধু আত্মবিশ্বাস বাড়ানোর নয়, ভবিষ্যতের দল গঠনের পথেও হতে পারে গুরুত্বপূর্ণ এক মাইলফলক।