টি-টোয়েন্টি বিশ্বকাপের শিরোপা ধরে রাখার মিশনে বড় পরিকল্পনা করছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। আগামী টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে মহেন্দ্র সিং ধোনিকে আবারও দলের মেন্টর হিসেবে যুক্ত করতে চাইছে তারা।
বিসিসিআই সূত্রের বরাত দিয়ে ভারতের ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট 'ক্রিক ব্লগার' জানিয়েছে, ভারতীয় ক্রিকেটের মেন্টর হিসেবে ধোনিকে প্রস্তাব দেওয়া হয়েছে।
শুধু টি-টোয়েন্টি বিশ্বকাপ নয়, সিনিয়র, জুনিয়র এবং নারী দলের গুরুত্বপূর্ণ টুর্নামেন্টগুলোতেও ধোনিকে মেন্টরের দায়িত্ব দিতে আগ্রহী বোর্ড।
২০২০ সালে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়ার পর ২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের মেন্টর হিসেবে কাজ করেছিলেন ধোনি।
সে সময় কোচ ছিলেন রবি শাস্ত্রী। এবারও সেই একই ভূমিকায় ৪৪ বছর বয়সী এই অভিজ্ঞ ক্রিকেটারকে ফিরিয়ে আনতে চাইছে ভারত, তবে আরও বড় পরিসরে।
যদিও এই মুহূর্তে আইপিএল নিয়ে ব্যস্ত ধোনি এই প্রস্তাব গ্রহণ করবেন কিনা, তা এখনো জানা যায়নি। বিশেষ করে, যখন দলের কোচ হিসেবে গৌতম গম্ভীর, তখন ধোনির আগ্রহ নিয়ে প্রশ্ন থাকছে।
কেননা, একসাথে খেলার সময় গম্ভীর ও ধোনির সম্পর্কের শীতলতা নিয়ে একসময় নানা গুঞ্জন ছিল। যদিও গম্ভীর নিজে এই গুঞ্জনকে সবসময় 'মিথ্যা ও ভিত্তিহীন' বলে উড়িয়ে দিয়েছেন।
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন