চ্যাম্পিয়নস লিগের হতাশা ভুলে দুর্দান্ত এক মৌসুম পার করল বার্সেলোনা। আগেই স্প্যানিশ সুপার কাপ ও কোপা দেল রে জেতার পর, এস্পানিওলের মাঠে লা লিগার শিরোপা নিশ্চিত করে কাতালানরা।
ঘরোয়া ট্রেবলের এই ঐতিহাসিক সাফল্য উদযাপন করতে বাঁধভাঙা উল্লাসে মেতে ওঠে গোটা বার্সেলোনা শহর।
ক্লাব কর্তৃপক্ষের উদ্যোগে আয়োজিত হয় ছাদখোলা বাসের বর্ণাঢ্য প্যারেড। দলের খেলোয়াড় লামিন ইয়ামাল, রাফিনিয়ারা তিনটি ট্রফি হাতে বাসে চড়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করেন।
রাস্তার দু’পাশে হাজার হাজার বার্সা সমর্থক নেচে-গেয়ে তাদের আনন্দ প্রকাশ করে। ইয়ামাল ও পেদ্রির মতো তরুণ তারকারা সমর্থকদের অভিবাদনের জবাব দেন উচ্ছ্বাসের সাথে।
বাসে খেলোয়াড়দের সাথে কোচ হান্সি ফ্লিক এবং কোচিং স্টাফের সদস্যরাও বিশেষ জার্সি পরে সমর্থকদের সাথে আনন্দ ভাগ করে নেন। নাচ ও গানের মধ্য দিয়ে এক উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।
ইউরোপিয়ান ট্রেবল জিততে না পারলেও, ঘরোয়া ট্রেবল জিতে নতুন ইতিহাস গড়েছে বার্সেলোনা। এই সাফল্যের রেশ ধরে আরও দুটি লিগ ম্যাচ খেলবে তারা, এরপরই দীর্ঘ বিশ্রামে যাবে কাতালানরা।