ঢাকা মঙ্গলবার, ২১ অক্টোবর, ২০২৫

বাবার ছায়া থেকে বেরিয়ে গেলেন দাভিদে আনচেলত্তি

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: জুলাই ৭, ২০২৫, ০২:২৬ পিএম
কার্লো আনচেলত্তি ও পুত্র দাভিদে আনচেলত্তি। ছবি- সংগৃহীত

ব্রাজিল জাতীয় দলের কোচিং স্টাফে বড় পরিবর্তন আসতে চলছে। কিংবদন্তি কার্লো আনচেলত্তির দীর্ঘদিনের সহচর এবং পুত্র দাভিদে আনচেলত্তি এবার বাবার ছায়া থেকে বেরিয়ে প্রথমবারের মতো প্রধান কোচের দায়িত্ব নিতে যাচ্ছেন।

৩৫ বছর বয়সি এই তরুণ কোচ ব্রাজিলিয়ান ক্লাব বোটাফোগোর প্রধান হিসেবে নিযুক্ত হতে চলেছেন।

সম্প্রতি ক্লাব বিশ্বকাপে অ্যাথলেটিকো মিনেইরোর বিপক্ষে বোটাফোগোর হতাশাজনক বিদায়ের পর বরখাস্ত হওয়া রেনাতো পাইভার স্থলাভিষিক্ত হবেন দাভিদে।

জনপ্রিয় ফুটবল সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানোর খবর অনুযায়ী, গত রোববারই এ বিষয়ে চুক্তি চূড়ান্ত হয়েছে এবং আগামী সপ্তাহেই তিনি রিও ডি জেনেইরোতে আসবেন বলে ধারণা করা হচ্ছে।

দাভিদে আনচেলত্তি ২০১২ সাল থেকে তার বাবা কার্লো আনচেলত্তির সঙ্গে বায়ার্ন মিউনিখ, নাপোলি, এভারটন এবং রিয়াল মাদ্রিদের মতো বিশ্বের শীর্ষস্থানীয় ক্লাবগুলোতে কাজ করেছেন।

ব্রাজিল জাতীয় দলেও তিনি সহকারী কোচের ভূমিকায় ছিলেন। তবে বোটাফোগোতে যোগদানের মাধ্যমে তিনি প্রথমবারের মতো নিজস্ব কোচিং স্টাফ নিয়ে পূর্ণ স্বাধীনতা একটি দল পরিচালনার সুযোগ পাচ্ছেন।

কোপা লিবার্তাদোরেস ও ব্রাজিলিয়েরাওয়ের বর্তমান চ্যাম্পিয়ন বোটাফোগো বর্তমানে পারফরম্যান্সের দিক থেকে সমস্যায় ভুগছে।

ক্লাবটির মালিক জন টেক্সটর দীর্ঘদিন ধরেই এমন একজন কোচ খুঁজছিলেন, যিনি তার আন্তর্জাতিক অভিজ্ঞতা দিয়ে দলকে নতুন উচ্চতায় নিয়ে যেতে পারবেন।

দাভিদে আনচেলত্তির নিয়োগ তাই স্বাভাবিকভাবেই প্রত্যাশার চাপ বাড়াচ্ছে।

বর্তমানে ইউরোপে পরিবারের সঙ্গে সময় কাটাচ্ছেন দাভিদে। তাই ভাস্কো দা গামার বিপক্ষে বোটাফোগোর আসন্ন ম্যাচে তার উপস্থিতি থাকছে না। সেই ম্যাচে দলের দায়িত্ব সাময়িকভাবে সহকারী কোচ ক্লদিও কাসাপার কাঁধে থাকবে।

২০২১ সালের শেষদিকে ক্লাবটি পাবলিক লিমিটেড কোম্পানিতে রূপান্তরিত হওয়ার পর থেকে কোচ বদলের হার চোখে পড়ার মতো বেড়েছে।

আনচেলত্তি হবেন নতুন মালিকানার অধীনে সপ্তম কোচ। এ পর্যন্ত একমাত্র লুইস কাস্ত্রোই এক বছরের বেশি সময় ধরে ক্লাবের দায়িত্বে ছিলেন।