দর্শকখরায় ভুগছে ক্লাব বিশ্বকাপ। সেমিফাইনালের মতো গুরুত্বপূর্ণ ম্যাচেও গ্যালারি ফাঁকা থাকার শঙ্কা দেখা দিয়েছে। এই পরিস্থিতি সামাল দিতে বড়সড় পদক্ষেপ নিয়েছে ফিফা।
মঙ্গলবার নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে চেলসি ও ফ্লুমিনেন্সের মধ্যকার সেমিফাইনাল ম্যাচের টিকিটের দাম নাটকীয়ভাবে কমানো হয়েছে। ৪৭৩.৯০ ডলারের টিকিট এখন মিলছে মাত্র ১৩.৪০ ডলারে, যা প্রায় ৩৫ গুণ কম!
দ্য অ্যাথলেটিক-এর প্রতিবেদন অনুযায়ী, দর্শক টানতেই এই সিদ্ধান্ত নিয়েছে ফিফা। চলমান ৬৩ ম্যাচের এই টুর্নামেন্টে 'ডায়নামিক প্রাইসিং' পদ্ধতি ব্যবহার করছে ফিফা, যেখানে চাহিদা ও সময়ের ওপর ভিত্তি করে টিকিটের মূল্য ওঠানামা করছে।
তবে একই মাঠে বুধবার পিএসজি ও রিয়াল মাদ্রিদের মধ্যকার অন্য সেমিফাইনালের টিকিটের সর্বনিম্ন মূল্য রাখা হয়েছে ১৯৯.৬০ ডলার। এর আগেও ফ্লুমিনেন্স বনাম আল হিলাল এবং চেলসি বনাম পামেইরাস ম্যাচের কোয়ার্টার ফাইনালে টিকিটের মূল্য ১১.১৫ ডলারে নামিয়ে আনা হয়েছিল।
আয়োজকরা দর্শক টানতে হিমশিম খাচ্ছেন, তবে রিয়াল মাদ্রিদ এক্ষেত্রে ব্যতিক্রম। স্প্যানিশ ক্লাবটির প্রতিটি ম্যাচেই দর্শকদের উপচে পড়া ভিড় দেখা গেছে।
গড় দর্শকসংখ্যা ছিল ৬০ হাজারেরও বেশি। শনিবার বরুসিয়া ডর্টমুন্ডের বিপক্ষে কোয়ার্টার ফাইনালে তো ৭৬ হাজার ৬১১ জন দর্শক মাঠে উপস্থিত ছিলেন।
চেলসি বা ফ্লুমিনেন্সের ক্ষেত্রে এমন দর্শক দেখা যায়নি, তাই শেষ পর্যন্ত টিকিটমূল্যে এই বড় ছাড় দিয়ে মাঠে দর্শক বাড়ানোর চেষ্টা করছে ফিফা।