ঢাকা শনিবার, ২৩ আগস্ট, ২০২৫

বুন্দেসলিগার মিশনে বায়ার্নের উড়ন্ত সূচনা

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: আগস্ট ২৩, ২০২৫, ০১:৪৭ পিএম
আরবি লাইপজিগকে ৬-০ গোলে বিধ্বস্ত করল বায়ার্ন মিউনিখ। ছবি- সংগৃহীত

জার্মান বুন্দেসলিগা ২০২৫-২৬ মৌসুমে শিরোপা ধরে রাখার মিশনে দুর্দান্ত সূচনা করেছে বায়ার্ন মিউনিখ। নিজেদের ঘরের মাঠ অ্যালিয়াঞ্জ অ্যারেনায় গত শুক্রবার আরবি লাইপজিগকে ৬-০ গোলে বিধ্বস্ত করে তারা। এই ম্যাচে বায়ার্নের হয়ে হ্যাটট্রিক করেছেন দলের তারকা স্ট্রাইকার হ্যারি কেইন।

ম্যাচের শুরু থেকে বায়ার্নের আক্রমণাত্মক ফুটবলের সামনে লাইপজিগ একেবারেই প্রতিরোধ গড়ে তুলতে পারেনি। ২৭ মিনিটে মাইকেল অলিসের গোলে গোলের খাতা খোলে বায়ার্ন। এর ঠিক পাঁচ মিনিট পরই বায়ার্নকে দ্বিতীয় গোল এনে দেন লুইস দিয়াজ। 

এই গোলের পেছনে বড় ভূমিকা ছিল হ্যারি কেইন ও সের্গে গ্যানাব্রির দারুণ বোঝাপড়া। গ্যানাব্রির ব্যাকহিল পাস থেকে বল পেয়ে দিয়াজ ক্রসবারের নিচ দিয়ে নেওয়া এক দারুণ শটে বল জালে জড়ান।

আক্রমণের ধার আরও বাড়িয়ে অলিস তার দ্বিতীয় গোলটি করেন মাত্র দুই মিনিট পর। জামাল মুসিয়ালার ইনজুরির কারণে কেন্দ্রীয় ভূমিকায় খেলা ফরাসি এই উইঙ্গার লাইপজিগের দুই ডিফেন্ডারকে কাটিয়ে গোলটি করেন। এই গোলের পর ৩-০ ব্যবধানে এগিয়ে থেকে বিরতিতে যায় বায়ার্ন।

বিরতির পর কিছুটা ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে লাইপজিগ। নতুন কোচ ওলে ওয়ার্নারের অধীনে তারা ম্যাচে প্রভাব ফেলার চেষ্টা করলেও বায়ার্নের আক্রমণের সামনে তা যথেষ্ট ছিল না। 

দ্বিতীয়ার্ধের শুরু থেকেই বায়ার্নের হয়ে জ্বলে ওঠেন হ্যারি কেইন। মাত্র ১৩ মিনিটের মধ্যে হ্যাটট্রিক করে দলকে আরও বড় ব্যবধানে এগিয়ে নেন তিনি।

৬৪ মিনিটে লুইস দিয়াজের পাস থেকে নিজের প্রথম ও দলের চতুর্থ গোল করেন ইংলিশ এই তারকা।

৬৮ মিনিটে বায়ার্ন কোচ ভিনসেন্ট কোম্পানি একসঙ্গে চারজন খেলোয়াড় পরিবর্তন করলেও তাতে বায়ার্নের আক্রমণের ধার কমেনি। এরপরও একের পর এক আক্রমণ চালিয়ে যেতে থাকে বায়ার্ন।

৭৪ মিনিটে আবারও দিয়াজের অ্যাসিস্ট থেকে নিজের দ্বিতীয় গোল করেন কেইন। এর মাত্র তিন মিনিট পর মৌসুমের প্রথম হ্যাটট্রিক পূর্ণ করেন ইংল্যান্ড অধিনায়ক।

এই জয়ের মধ্য দিয়ে চ্যাম্পিয়ন বায়ার্ন ২০২৫-২৬ বুন্দেসলিগা মৌসুমে তাদের দারুণ অগ্রযাত্রা শুরু করল।