ঢাকা রবিবার, ২৪ আগস্ট, ২০২৫

প্রথম ধাপে যারা পাবেন ফুটবল বিশ্বকাপের টিকিট

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: আগস্ট ২৪, ২০২৫, ০৭:৪১ পিএম
ফিফা ফুটবল বিশ্বকাপ। ছবি- সংগৃহীত

২০২৬ সালের ফিফা বিশ্বকাপের সাধারণ টিকিট ও ভিআইপি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। আগামী বছরের ১১ জুন থেকে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে অনুষ্ঠিত হতে যাওয়া এই মেগা টুর্নামেন্টের টিকিট বিক্রি শুরু হচ্ছে চলতি বছরের ১০ সেপ্টেম্বর থেকে।

প্রথমবারের মতো ৪৮ দলের অংশগ্রহণে ১০৪টি ম্যাচ হবে ১৬টি শহরে। ফিফা বিশ্বকাপের সাধারণ টিকিটের সর্বনিম্ন মূল্য ৩১০০০ টাকা থেকে শুরু।

অপরদিকে ভিআইপি প্যাকেজের সর্বনিম্ন মূল্য টাকা থেকে শুরু হবে। প্রথম ধাপে টিকিট পাবেন শুধু কার্ডধারীরা।

টিকিট বিক্রির প্রথম পর্যায়টি বিশেষভাবে ভিসা ক্রেডিট কার্ডধারীদের জন্য উন্মুক্ত করা হয়েছে, যা ‘ভিসা প্রিসেল ড্র’ নামে পরিচিত।

১০ দিনের এই বিশেষ সময়সীমা, অর্থাৎ ১০ সেপ্টেম্বর থেকে ১৯ সেপ্টেম্বর, পর্যন্ত শুধুমাত্র ভিসা কার্ড ব্যবহারকারীরা লটারির মাধ্যমে টিকিট পাওয়ার জন্য আবেদন করতে পারবেন।

আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হলে আগ্রহী দর্শকদের FIFA.com/tickets ওয়েবসাইটে একটি ফিফা আইডি (FIFA ID) তৈরি করতে হবে।

এই ধাপে বিজয়ীদেরকে একটি স্বয়ংক্রিয় এলোমেলো ড্রয়ের মাধ্যমে নির্বাচন করা হবে এবং ফলাফল ৩০ সেপ্টেম্বর থেকে জানানো শুরু হবে।

লটারিতে নির্বাচিত ব্যক্তিরা পরবর্তীতে অক্টোবর মাসে একটি নির্দিষ্ট তারিখ ও সময়ে তাদের টিকিট কেনার সুযোগ পাবেন। তবে, এই ধাপে কোন কোন ম্যাচের টিকিট পাওয়া যাবে, সে বিষয়ে ফিফা শিগগিরই বিস্তারিত জানাবে বলে জানা গেছে।

পরের ধাপগুলো কেমন হবে?

স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কার খবর অনুযায়ী, লটারি পর্ব শেষ হওয়ার পর বাকি টিকিটগুলো ‘আগে এলে আগে পাবেন’ (First-come, First-served) ভিত্তিতে বিক্রি করা হবে।

এই ধাপে টিকিট পেতে হলে দ্রুততার সঙ্গে ওয়েবসাইটে লগইন করা জরুরি, কারণ চাহিদা প্রচুর থাকায় টিকিট দ্রুত শেষ হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।

এরপর থাকবে একটি অফিসিয়াল রিসেল ফেজ, যেখানে ব্যবহারকারীরা তাদের কেনা টিকিট ফেরত দিলে ফিফা তা আবার বিক্রি করবে। এই সব ধাপে অংশগ্রহণ করার জন্য ফিফা আইডি থাকা বাধ্যতামূলক।

পাশাপাশি, টিকিটের মূল্য পরিশোধের জন্য শুধুমাত্র আন্তর্জাতিক ক্রেডিট বা ডেবিট কার্ড ব্যবহার করা যাবে।