ফুটবল দুনিয়ায় আবারও আলোচনার কেন্দ্রে লিওনেল মেসি। তবে এবার মাঠের পারফরম্যান্স নয়, বার্সেলোনার প্রেসিডেন্ট নির্বাচন ঘিরে তার সম্ভাব্য রাজনৈতিক ভূমিকাই আলোচনার জন্ম দিয়েছে।
কাতালুনিয়ার গণমাধ্যম কাদেনা এসইএআর জানায়, আগামী বছরের প্রেসিডেন্ট নির্বাচনে মেসি সরাসরি অংশ নিতে পারেন কিংবা কোনো প্রার্থীর পক্ষে সমর্থন জানাতে পারেন।
এ কারণে ইতোমধ্যেই জোয়ান লাপোর্তার প্রতিদ্বন্দ্বী শিবিরগুলো মেসির সঙ্গে যোগাযোগ শুরু করেছে।
বর্তমান সভাপতি জোয়ান লাপোর্তা বার্সেলোনার ইতিহাসে সবচেয়ে দীর্ঘ সময় ধরে সভাপতি থাকার রেকর্ড গড়েছেন এবং আসন্ন নির্বাচনে তিনি চতুর্থ মেয়াদের জন্য প্রার্থী হতে যাচ্ছেন।
তবে তার অবস্থান পুরোপুরি স্থিতিশীল নয়। কারণ ২০২১ সালে মেসিকে দলে রাখার প্রতিশ্রুতি দিয়েও শেষ পর্যন্ত আর্থিক সংকটের অজুহাতে তাকে ধরে রাখতে ব্যর্থ হন লাপোর্তা।
এরপর মেসি পিএসজিতে যোগ দেন। যদিও এ বিষয়ে মেসি বা তার পরিবার প্রকাশ্যে কিছু বলেননি, তবে সমর্থকদের একাংশ এটিকে বিশ্বাসঘাতকতা হিসেবে দেখেছিল।
এদিকে বিশ্বফুটবলের অন্যতম সেরা তারকা ও বার্সেলোনার কিংবদন্তি খেলোয়াড় মেসির সমর্থন নির্বাচনে বড় ধরনের প্রভাব ফেলতে পারে। বিশেষ করে ভিক্টর ফন্ট বা জোয়ান কামপ্রুবির মতো প্রার্থীরা যদি মেসিকে পাশে পান, তবে লাপোর্তার জন্য সেটি হবে বড় চ্যালেঞ্জ।
তবে মেসি প্রকাশ্যে কোনো প্রার্থীর পক্ষে দাঁড়াবেন কি না তা এখনো অনিশ্চিত। বর্তমানে তিনি যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারে ইন্টার মায়ামির হয়ে খেলছেন। কিন্তু ক্যাম্প ন্যু ও বার্সেলোনা সমর্থকদের কাছে তার প্রভাব এখনো সমানভাবে শক্তিশালী।