মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকের জন্য আমেরিকায় যাচ্ছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আগামী মাসে হোয়াইট হাউসে এ বৈঠক হতে পারে বলে জানিয়েছেন ট্রাম্প।
স্থানীয় সময় সোমবার ফ্লোরিডায় তিনি সাংবাদিকদের এ কথা বলেন। এর আগে মোদি-ট্রাম্পের ফোনালাপ নিয়ে বিবৃতি দেয় হোয়াইট হাউস। বিবৃতিতে বলা হয়েছে, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে প্রেসিডেন্ট ট্রাম্পের ফলপ্রসূ আলোচনা হয়।
দুই নেতা ভারত-যুক্তরাষ্ট্রের মধ্যকার সহযোগিতা সম্প্রসারণ ও গভীর করার বিষয়ে আলোচনা করেন। তারা ভারত-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের নিরাপত্তা, মধ্যপ্রাচ্য ও ইউরোপসহ আঞ্চলিক অনেক বিষয় নিয়েও আলোচনা করেন।
বিবৃতিতে আরও বলা হয়, ভারতে যুক্তরাষ্ট্রের তৈরি নিরাপত্তা সরঞ্জাম কেনার পরিমান বাড়ানো সহ দুই দেশের বাণিজ্যিক সম্পর্ক এগিয়ে নিতে তাগিদ দেন প্রেসিডেন্ট ট্রাম্প। এদিকে, চলতি বছরের শেষ দিকে প্রথমবারের মতো ভারতে অনুষ্ঠিত হতে যাচ্ছে কোয়াড শীর্ষ সম্মেলন।
আপনার মতামত লিখুন :