আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে ৮ মার্চ  ভারতের গুজরাটের নভসারি জেলায় `লাখপতি দিদি` অনুষ্ঠানে ভাষণ দেবেন দেবেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেই ভাষণের সময় প্রধানমন্ত্রীকে নিরাপত্তা দেবেন শুধুমাত্র নারী পুলিশ কর্মীরা। 
হিন্দুস্তান টাইমসের খবর অনুযায়ী আন্তর্জাতিক নারী দিবসের কথা মাথায় রেখে, নারীশক্তিকে অভিবাদন জানাতে এই সিদ্ধান্ত নিয়েছেন তিনি।
                                    
বৃহস্পতিবার ভারতের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী হর্ষ সাঙ্ঘভি জানিয়েছেন, আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে গুজরাট পুলিশ একটি অনন্য উদ্যোগ নিচ্ছে। ভারতের ইতিহাসে এই প্রথমবার শুধুমাত্র নারী পুলিশ কর্মীরাই প্রধানমন্ত্রীর অনুষ্ঠানের পুরো নিরাপত্তা ব্যবস্থা দেখাশোনা করবেন।
নভসারির ভানসি বরসি গ্রামের হেলিপ্যাডে পৌঁছানো থেকে শুরু করে অনুষ্ঠানস্থল পর্যন্ত প্রধানমন্ত্রীকে নিরাপত্তা দেবে নারীবাহিনী। 
                                    
এক সূত্রের বরাত দিয়ে হিন্দুস্তান টাইমস জানায়, মোট ২ হাজার ১৬৫ জন নারী কনস্টেবল, ১৮৭ জন নারী পিআই, ৬১ জন নারী পিএসআই, ১৯ জন নারী ডিওয়াইএসপি, ৫ জন নারী ডিএসপি, ১ জন নারী আইজিপি এবং ১ জন নারী এডিজিপি পুরো কর্মসূচির তদারকি করবেন।
এভাবেই নারীদের সামাজিক,অর্থনৈতিক,সাংস্কৃতিক এবং রাজনৈতিক সাফল্য উদযাপন করবে গুজরাট।

 
                             
                                    

 সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন 
                                     
                                     
                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                             
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
       -20251025002118.webp) 
        
        
        
        
        
        
        
       
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন