পূর্ব কঙ্গোর কোমান্ডা শহরে ইসলামিক স্টেট সমর্থিত (আইএস) বিদ্রোহী গোষ্ঠী অ্যালাইড ডেমোক্রেটিক ফোর্সেসের (এডিএফ) হামলায় অন্তত ২১ জন নিহত হয়েছেন। রোববার (২৭ জুলাই) রাত ১টার দিকে একটি ক্যাথলিক গির্জার প্রাঙ্গণে এই হামলা চালানো হয়।
নাগরিক সমাজের সমন্বয়কারী ডিউডোন ডুরান্থাবো জানিয়েছেন, গির্জার ভেতর ও বাইরে গুলি চালিয়ে ২১ জনেরও বেশি মানুষকে হত্যা করা হয়েছে। ঘটনায় বেশ কয়েকটি বাড়ি ও দোকানেও আগুন ধরিয়ে দেওয়া হয়েছে।
ইতুরি প্রদেশে কঙ্গো সেনাবাহিনীর মুখপাত্র লেফটেন্যান্ট জুলস এনগোঙ্গো অন্তত ১০ জন নিহতের খবর নিশ্চিত করেছেন। তিনি জানান, চাপাতি হাতে সশস্ত্র হামলাকারীরা গির্জায় প্রবেশ করে গণহত্যা চালায়।
এডিএফ উগান্ডা ও কঙ্গোর সীমান্তবর্তী এলাকায় সক্রিয় একটি কুখ্যাত সশস্ত্র গোষ্ঠী। ২০১৯ সালে তারা আইএস-এর প্রতি আনুগত্য ঘোষণা করে। সংগঠনটি নিয়মিতভাবে বেসামরিক জনগণের উপর হামলা চালিয়ে আসছে।
স্থানীয়রা বলছেন, নিরাপত্তা বাহিনীর উপস্থিতি সত্ত্বেও এ ধরনের হত্যাকাণ্ড উদ্বেগজনক। অনেক বাসিন্দা এলাকা ছেড়ে বুনিয়ার দিকে পালিয়ে যাচ্ছেন।
উগান্ডার প্রেসিডেন্ট ইয়োয়েরি মুসেভেনির বিরুদ্ধে অসন্তোষের পটভূমিতে ১৯৯০-এর দশকে এডিএফ গঠিত হয়। ২০০২ সালে উগান্ডার সামরিক অভিযানের পর গোষ্ঠীটি কঙ্গোতে আশ্রয় নেয়। এরপর থেকে হাজার হাজার বেসামরিক মানুষকে হত্যার অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে।
পূর্ব কঙ্গো বর্তমানে দ্বিমুখী সংকটের মুখে। এডিএফ-এর হামলার পাশাপাশি রুয়ান্ডা-সমর্থিত বিদ্রোহী গোষ্ঠী এম২৩ দক্ষিণ কিভুর প্রধান শহর বুকাভু দখল করেছে, যার ফলে লক্ষাধিক মানুষ বাস্তুচ্যুত হয়েছে।