আফগানিস্তানের তালেবান সরকারকে ‘সন্ত্রাসী সংগঠন’ হিসেবে আখ্যায়িত করার যৌক্তিকতা পর্যালোচনা করবে যুক্তরাষ্ট্র বলে জানিয়েছে মার্কো রুবিও।
গতকাল বুধবার (২১ মে) ওয়াশিংটনের ক্যাপিটল হিলে প্রতিনিধি পরিষদের পররাষ্ট্রবিষয়ক কমিটির এক শুনানিতে রুবিও বলেন, ‘আমি মনে করি, এই শ্রেণিবিন্যাস (তালেবানকে সন্ত্রাসী সংগঠন হিসেবে আখ্যা দেওয়া) এখন আরও একবার পর্যালোচনার আওতায় রয়েছে।’
সাবেক মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহারের জন্য কাজ করেছিলেন। তালেবানের সঙ্গে ট্রাম্প প্রশাসনের করা এক চুক্তির ভিত্তিতে আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহারের কাজটি ত্বরান্বিত করেছিল যুক্তরাষ্ট্র।
২০২০ সালের ফেব্রুয়ারি মাসে কাতারের দোহায় তালেবানের সঙ্গে চুক্তি করেছিলেন ট্রাম্প যার লক্ষ্য ছিল আফগানিস্তানে ১৮ বছরের যুদ্ধের অবসান ঘটানো। পরে কয়েক মাসের মধ্যে প্রায় চার হাজার সৈন্য প্রত্যাহারের মাধ্যমে যুদ্ধের অবসানের কাজটি শুরু হয়।
ট্রাম্প প্রশাসন সম্মত হয়েছিল, যদি তালেবান আফগান সরকারের (ক্ষমতাচ্যুত আশরাফ গনি সরকার) সঙ্গে শান্তি চুক্তি করে এবং আন্তর্জাতিকভাবে ‘সন্ত্রাসী’ সংগঠন হিসেবে বিবেচিত আল-কায়েদা ও আইএসআইএলের মতো সংগঠনগুলোকে আফগানিস্তানে ঘাঁটি গাড়তে বাধা দেওয়ার প্রতিশ্রুতি দেয়, তবে মার্কিন সেনারা ২০২১ সালের মে মাসের মধ্যে দেশটি থেকে সম্পূর্ণভাবে সরে যাবে।
এদিকে গত বছর মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের প্রচারে ট্রাম্প প্রায়ই বাইডেন ও তাঁর প্রশাসনের ওই সেনা প্রত্যাহার নিয়ে সমালোচনা করেন। বলেন, এটি যেভাবে করা হয়েছে তা ‘আমাদের দেশের ইতিহাসে সবচেয়ে বিব্রতকর দিন।’ ট্রাম্প আরও বলেন, প্রত্যাহার কার্যক্রম হওয়া উচিত ছিল ‘মর্যাদা, শক্তি ও ক্ষমতার সঙ্গে।’