শান্তি আলোচনায় অগ্রগতির মধ্যে কম্বোডিয়ার আর্টিলারি ঘাঁটিতে হামলা চালিয়েছে থাইল্যান্ড। আত্মরক্ষার অংশ হিসেবে এই হামলা চালানো হয়েছে বলে দাবি করেছে ব্যাংকক। সোমবার (২৮ জুলাই) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে থ্যাইল্যান্ডের সংবাদমাধ্যম ব্যাংকক পোস্ট।
এতে বলা হয়, কম্বোডিয়ার সীমান্তঘেঁষা সুরিন প্রদেশের একটি ভবনে আত্মরক্ষার অংশ হিসেবে রয়্যাল থাই আর্মি (আরটিএ) হামলা চালিয়েছে। কম্বোডীয় সেনারা ওই ভবন থেকে ভারী অস্ত্র দিয়ে থাইল্যান্ডে হামলা চালাচ্ছিল দাবি আরটিএর । সেনাবাহিনীর ভাষ্য অনুযায়ী, ভবনটিতে কোনো বেসামরিক মানুষ ছিলেন না এবং এটি ফাঁকা অবস্থায় কামান হামলার ঘাঁটি হিসেবে ব্যবহার করা হচ্ছিল।
ইতিমধ্যে ওই ভবনটিতে হামলার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে ছড়িয়ে পড়ছে। ভিডিওটি ভাইরাল হওয়ার পর, থাই সেনাবাহিনী এই ব্যাখ্যা দেয়। ভিডিওটিতে দেখা যায়, সীমান্তের ওপারে থাকা ভবনটিতে থাইল্যান্ডের সেনাবাহিনীর ছোঁড়া অস্ত্র আঘাত হানছে।