বিশ্বের অন্যতম বৃহৎ প্রচারিত সংবাদপত্র জাপানের ইয়োমিউরি শিম্বুন যুক্তরাষ্ট্রভিত্তিক কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রতিষ্ঠান পারপ্লেক্সিটি-র বিরুদ্ধে মামলা দায়ের করেছে। অভিযোগ, পারপ্লেক্সিটির সার্চ ইঞ্জিন তাদের পত্রিকার কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার করছে, যা ‘ফ্রি-রাইডিং’-এর শামিল।
বৃহস্পতিবার (৭ আগস্ট) টোকিওতে দায়ের করা মামলায় ইয়োমিউরি শিম্বুন দাবি করেছে, ‘চলতি বছরের ফেব্রুয়ারি থেকে জুন পর্যন্ত পারপ্লেক্সিটি অনুমতি ছাড়াই তাদের এক লাখ বিশ হাজারটির বেশি সংবাদ প্রতিবেদন ব্যবহার করেছে। এর ফলে ২২০ কোটি ইয়েন (প্রায় ১৪.৭ মিলিয়ন ডলার) ক্ষতিপূরণ চেয়ে মামলা করেছে।
পত্রিকাটির দাবি, পারপ্লেক্সিটির সার্চ ইঞ্জিন ব্যবহারকারীদের শুধু সংক্ষিপ্ত সারাংশ দেখায়, যার ফলে তারা মূল প্রতিবেদন পড়তে ইয়োমিউরির ওয়েবসাইটে ক্লিক করেন না। এতে ওয়েব ট্র্যাফিক হ্রাস পায় এবং বিজ্ঞাপন রাজস্ব কমে যায়।
ইয়োমিউরির একজন মুখপাত্র বলেন, ‘সংবাদ কনটেন্ট তৈরিতে বিপুল পরিশ্রম ও বিনিয়োগ প্রয়োজন। এ ধরনের ফ্রি-রাইডিং কেবল সাংবাদিকতার ওপর নয়, গণতন্ত্রের ভিত্তির ওপরও নেতিবাচক প্রভাব ফেলতে পারে।’
এ বিষয়ে পারপ্লেক্সিটি তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য না করলেও, এর আগে যুক্তরাষ্ট্রের ওয়াল স্ট্রিট জার্নাল ও নিউইয়র্ক পোস্ট তাদের বিরুদ্ধে একই ধরনের অভিযোগে মামলা করলে পারপ্লেক্সিটি তা ‘দূরদৃষ্টিহীন, অপ্রয়োজনীয় ও আত্মঘাতী’ বলে অভিহিত করেছিল।
তারা বলেছিল, ‘সংবাদমাধ্যমগুলো এমন এক পৃথিবীতে থাকতে চায় যেখানে প্রকাশিত তথ্যের মালিকানা কেবল তাদের থাকবে এবং অন্য কেউ তা ব্যবহার করতে পারবে না, এমনকি জনসাধারণের তথ্য হলেও না। অথচ আমাদের উচিত একসঙ্গে কাজ করে নতুন প্রযুক্তি এবং ব্যবসার নতুন সুযোগ তৈরি করা।’
উল্লেখ, প্রায় ৬০ লাখ দৈনিক প্রচার সংখ্যা এবং প্রায় দুই হাজার ৫শ’ সাংবাদিক নিয়ে ইয়োমিউরি শিম্বুন জাপানের শীর্ষস্থানীয় পাঁচটি দৈনিকের একটি। ২০১০ সালে এর দৈনিক প্রচার সংখ্যা ছিল এক কোটিরও বেশি, তবে সাম্প্রতিক বছরগুলোতে ডিজিটাল মাধ্যমের প্রসারের ফলে তা কমেছে।