ঢাকা বৃহস্পতিবার, ২২ মে, ২০২৫

মার্কিন হয়রানিতে অতিষ্ঠ চীন

বিশ্ব ডেস্ক
প্রকাশিত: মে ২২, ২০২৫, ১০:০৭ এএম
চীন নির্মিত চিপ রপ্তানি নিয়ন্ত্রণে মার্কিন হয়রানির প্রতীকী ছবি। ছবি : সংগৃহীত

সম্প্রতি ওয়াশিংটন নতুন নির্দেশিকা প্রকাশ করে সংস্থাগুলোকে সতর্ক করে যে, চীন নির্মিত উচ্চ প্রযুক্তির এআই সেমিকন্ডাক্টর, বিশেষ করে টেক জায়ান্ট হুয়াওয়ের অ্যাসেন্ড চিপ ব্যবহার করলে, তারা মার্কিন রপ্তানি নিয়ন্ত্রণ লঙ্ঘনের ঝুঁকিতে পড়বে।

বেইজিং এই পদক্ষেপের নিন্দা জানিয়ে, মার্কিন যুক্তরাষ্ট্র ‘চীনকে দমন ও নিয়ন্ত্রণ করার জন্য রপ্তানি নিয়ন্ত্রণের অপব্যবহার করছে’ বলে অভিযোগ করেছে।

বুধবার এজেন্সি ফ্রান্স প্রেস জানিয়েছে, চিপ রপ্তানি নিয়ন্ত্রণে মার্কিন যুক্তরাষ্ট্রের পরিকল্পনার তীব্র নিন্দা ও সমালোচনা করেছে চীন। উচ্চ প্রযুক্তির সেমিকন্ডাক্টরের ওপর চীনের প্রবেশাধিকার সীমিত করার হয়রানি ও নিপীড়নমূলক যেকোনো পদক্ষেপের বিরুদ্ধে বেইজিং পাল্টা ব্যবস্থা নেবে বলে সতর্ক করে।

বেইজিংয়ের বাণিজ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, ‘যুক্তরাষ্ট্রের এই পদক্ষেপগুলো একতরফাভাবে চাপিয়ে দেওয়া সোজাসাপটা হয়রানি ও সুরক্ষাবাদের উদাহরণ। যা বৈশ্বিক সেমিকন্ডাক্টর শিল্প ও সরবরাহ পরিস্থিতির স্থিতিশীলতাকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করছে।’

মার্কিন রপ্তানি নিয়ন্ত্রণ লঙ্ঘনের জবাবে চীন জানায়, ‘এই পদক্ষেপগুলো চীনা উদ্যোগের বৈধ অধিকার এবং স্বার্থকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করে এবং চীনের উন্নয়ন স্বার্থকে বিপন্ন করে’। এটি আরও সতর্ক করে দিয়েছে যে, ‘যেকোনো সংস্থা বা ব্যক্তি এই ধরনের ব্যবস্থা প্রয়োগ করে বা কার্যকর করতে সহায়তা করে’ তারা চীনা আইন লঙ্ঘন করতে পারে।