ঢাকা শুক্রবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৫

আইফোন ১৭ বিক্রি: লাইনে দাঁড়ানো অ্যাপল-ভক্তদের মারামারি

বিশ্ব ডেস্ক
প্রকাশিত: সেপ্টেম্বর ১৯, ২০২৫, ০১:৪৯ পিএম
মুম্বাইয়ে অ্যাপলের একটি শাখায় লাইনে দাঁড়ানো কয়েকজনের মধ্যে হাতাহাতির ঘটনায় বিশৃঙ্খলা সৃষ্টি হয়। ছবি- সংগৃহীত

ভারতে আজ শুক্রবার শুরু হয়েছে অ্যাপলের নতুন আইফোন ১৭ সিরিজ বিক্রি। প্রথম দিনই মুম্বাই ও দিল্লির অ্যাপল স্টোরের সামনে ক্রেতাদের ভিড় জমে যায়। এর মধ্যেই মুম্বাইয়ের বান্দ্রা কুরলা কমপ্লেক্স (বিকেসি) শাখায় লাইনে দাঁড়ানো কয়েকজনের মধ্যে হাতাহাতির ঘটনায় বিশৃঙ্খলা সৃষ্টি হয়। সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে এ খবর জানানো হয়েছে।

বার্তা সংস্থা পিটিআইয়ের শেয়ার করা এক ভিডিওতে দেখা গেছে, কয়েকজন ক্রেতা একে অপরকে থাপ্পড় ও ঘুসি মারছেন, অন্যরা মাঝখানে এসে থামানোর চেষ্টা করলেও লাভ হচ্ছিল না। পরে নিরাপত্তাকর্মীরা দ্রুত হস্তক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। ঘটনার সঠিক কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

মারামারির ঘটনার পরেও ক্রেতাদের উচ্ছ্বাসে ভাটা পড়েনি। অ্যাপলের সদ্য উন্মোচিত আইফোন ১৭ সিরিজের দাম ভারতে ৮২ হাজার ৯০০ রুপি থেকে ২ লাখ ২৯ হাজার ৯০০ রুপি পর্যন্ত নির্ধারিত হয়েছে। প্রি-বুকিং করা গ্রাহক ও সাধারণ ক্রেতাদের জন্য ১৯ সেপ্টেম্বর থেকে বিক্রি শুরু হয়।

মুম্বাইয়ের প্রথম ক্রেতাদের একজন আমান মেমন বলেন, ‘আমি পরিবারের জন্য তিনটি আইফোন কিনেছি। এ বছর অ্যাপল দুর্দান্ত ডিজাইন এনেছে, আর রংও আলাদা।’ তিনি জানান, দিবাগত রাত ৩টা থেকে লাইনে দাঁড়িয়ে ছিলেন। ছয় মাস ধরে এই ফোনের জন্য অপেক্ষা করেছিলেন তিনি।

ইরফান নামের আরেক ক্রেতা বলেন, ‘আমি কমলা রঙের আইফোন ১৭ প্রো ম্যাক্স কিনতে এসেছি। রাত ৮টা থেকে অপেক্ষা করছি। এবার ক্যামেরা আর ব্যাটারিতে পরিবর্তন এসেছে, আর ফোনের লুকও আলাদা।’