ঢাকা রবিবার, ১০ আগস্ট, ২০২৫

নেতানিয়াহুর গাজা সিটি দখলে সায় নেই ইসরায়েলি জনতার

রূপালী ডেস্ক
প্রকাশিত: আগস্ট ১০, ২০২৫, ০১:৪৫ পিএম
নেতানিয়াহুর বিরুদ্ধে বিক্ষোভে উত্তাল তেল আবিব। ছবি- আলজাজিরা

নেতানিয়াহুর গাজা সিটি সম্পূর্ণ দখল করার পরিকল্পনার বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছেন ইসরায়েলি জনগণ। একইসঙ্গে জেরুজালেমে বন্দিদের মুক্তির দাবিতে সমর্থন জানিয়ে হাজারো বিক্ষোভকারী রাস্তায় নেমেছেন।হাইফা ও তেল আবিবসহ ইসরায়েলের বিভিন্ন শহরে একই ধরনের বিক্ষোভ অনুষ্ঠিত হয়।

গাজায় যুদ্ধ সম্প্রসারণ করে ইসরায়েলের সম্পূর্ণ গাজা সিটি দখলের সিদ্ধান্তে ইতোমধ্যে জাতিসংঘের পাশাপাশি যুক্তরাজ্য, ফ্রান্স, অস্ট্রেলিয়া, তুরস্ক, জার্মানি, ফিনল্যান্ড এবং কানাডাসহ অনেক দেশ তীব্র নিন্দা জানিয়েছে। জাতিসংঘ সতর্ক করে বলেছে, গাজা পুরোপুরি দখল করলে সেখানে ফিলিস্তিনি সাধারণ মানুষ ও গাজায় আটক ইসরায়েলি বন্দিদের জন্য ‘বিপর্যয়কর পরিণতি’ হতে পারে।

ইসরায়েল সম্প্রতি গাজা যুদ্ধ শেষ করার জন্য মন্ত্রিসভায় পাঁচটি ‘মূলনীতি’ উল্লেখ করেছে। এর মধ্যে রয়েছে হামাসকে নিরস্ত্র করা, সব বন্দিকে ফেরত আনা, গাজা উপত্যকাকে সামরিকভাবে নিরস্ত্র করা, ওই এলাকার নিরাপত্তা নিয়ন্ত্রণ নেওয়া, এবং এমন একটি ‘বিকল্প বেসামরিক প্রশাসন’ প্রতিষ্ঠা করা যা না হবে হামাস, না হবে ফিলিস্তিনি কর্তৃপক্ষ।