ঢাকা শুক্রবার, ২২ আগস্ট, ২০২৫

‘ইসরায়েল’র সঙ্গে যুদ্ধের পর প্রথম সামরিক মহড়া ইরানের

বিশ্ব ডেস্ক
প্রকাশিত: আগস্ট ২২, ২০২৫, ০৭:২০ পিএম
ওমান উপসাগর ও ভারত মহাসাগরে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে মহড়া চালিয়েছে ইরানের নৌবাহিনী। ছবি- সংগৃহীত

‘ইসরায়েল’র সঙ্গে ১২ দিনের যুদ্ধের পর প্রথমবারের মতো সামরিক মহড়া চালিয়েছে ইরান। ওমান উপসাগর ও ভারত মহাসাগরে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে এই মহড়া চালায় নৌবাহিনী। বৃহস্পতিবার দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনের বরাত দিয়ে বার্তা সংস্থা এপি এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।

‘টেকসই শক্তি ১৪০৪’ নামের এই মহড়া এমন সময়ে আয়োজন করা হলো যখন সাম্প্রতিক যুদ্ধে ইরানের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ও পরমাণু স্থাপনায় হামলা চালায় ‘ইসরায়েল’।

প্রতিবেদনে বলা হয়, আইআরআইএস সাবালান ও আইআরআইএস গনাভেহ নামের দুটি যুদ্ধজাহাজ থেকে নাসির ও কাদির ক্রুজ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে লক্ষ্যভেদ করা হয়। এছাড়া উপকূলীয় কামান থেকেও গোলাবর্ষণ করা হয়।

প্রায় ১৮ হাজার সদস্যবিশিষ্ট ইরানের নৌবাহিনী জুনের যুদ্ধে বড় কোনো আক্রমণের শিকার হয়নি। এই বাহিনী বন্দার আব্বাস বন্দরনগরী থেকে পরিচালিত হয় এবং মূলত ওমান উপসাগর, ভারত মহাসাগর ও কাস্পিয়ান সাগরে টহল দেয়। অপরদিকে, পারস্য উপসাগর ও হরমুজ প্রণালীর নিরাপত্তা দায়িত্বে থাকে ইরানের আধা-সামরিক বিপ্লবী গার্ড বাহিনী।

বিপ্লবী গার্ডের নৌবাহিনী আগে পশ্চিমা জাহাজ আটক, মার্কিন নৌবাহিনীর জাহাজ অনুসরণসহ নানা পদক্ষেপের জন্য পরিচিত—বিশেষ করে ২০১৫ সালের পরমাণু চুক্তি ভেস্তে যাওয়ার সময়কালে।