ঢাকা বৃহস্পতিবার, ২৮ আগস্ট, ২০২৫

গাজায় একদিনে নিহত ৭৬, মোট প্রাণহানি ৬২ হাজার ৯০০

বিশ্ব ডেস্ক
প্রকাশিত: আগস্ট ২৮, ২০২৫, ০৯:১৯ এএম
নতুন আশ্রয়ের সন্ধানে গাজায় বাস্তুচ্যুত ফিলিস্তিনিরা। ছবি- সংগৃহীত

গাজায় সবশেষ ২৪ ঘণ্টায় ইসরায়েলি বিমান বাহিনীর হামলায় নিহত হয়েছেন কমপক্ষে ৭৬ ফিলিস্তিনি এবং এসব হামলায় আহত হয়েছেন আরও ২৯৮ জন। নিহতদের মধ্যে ৬৬ জন প্রাণ হারিয়েছেন ইসরায়েলি বাহিনীর গুলি ও নিক্ষিপ্ত গোলায়। বাকি ১০ জন মারা গেছেন ক্ষুধা ও অপুষ্টিজনিত কারণে। এই ১০ জনের মধ্যে ২ জন শিশুও রয়েছে। এ নিয়ে গাজায় অপুষ্টিজনিত কারণে মৃতের সংখ্যা পৌঁছেছে ৩১৩ জনে। এদের মধ্যে ১১৯ জনই শিশু। বুধবার (২৭ আগস্ট) সন্ধ্যার পর এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়।

এদিকে যুদ্ধবিধ্বস্ত গাজায় খাদ্য ও ত্রাণ নিতে যাওয়া ফিলিস্তিনিদের ওপরও নিয়মিত হামলা চালাচ্ছে ইসরায়েলি সেনারা। মঙ্গলবার সন্ধ্যা থেকে বুধবার সন্ধ্যা পর্যন্ত গাজায় ত্রাণ নিতে গিয়ে ইসরায়েলি বাহিনীর গুলিতে নিহত হয়েছেন ১৮ জন এবং আহত হয়েছেন আরও ১০৬ জন। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, গত ২৭ মে থেকে এখন পর্যন্ত গাজায় ত্রাণ সংগ্রহ করতে গিয়ে ২ হাজার ১৫৮ জন নিহত এবং ১৫ হাজার ৮৪৩ বেশি ফিলিস্তিনি আহত হয়েছেন।

এর ফলে ২০২৩ সালের অক্টোবর থেকে শুরু হওয়া ইসরায়েলি বাহিনীর চলমান অভিযানে মোট নিহতের সংখ্যা পৌঁছেছে ৬২ হাজার ৮৯৫ জনে এবং আহত হয়েছেন মোট ১ লাখ ৫৮ হাজার ৯২৭ জন।

এদিকে জাতিসংঘ ও আন্তর্জাতিক সম্প্রদায় এ পর্যন্ত বেশ কয়েকবার গাজায় সামরিক অভিযান বন্ধের জন্য ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে আহ্বান জানিয়েছে। ইতোমধ্যে জাতিসংঘের আদালত নামে পরিচিত ইন্টারন্যাশনাল কোর্ট অব জাস্টিসে (আইসিজে) ইসরায়েলের বিরুদ্ধে গণহত্যার মামলাও দায়ের করা হয়েছে।

তবে নেতানিয়াহু  জানিয়েছেন, হামাসকে পুরোপুরি দুর্বল ও অকার্যকর করা এবং জিম্মিদের মুক্ত করা এই অভিযানের লক্ষ্য। লক্ষ্য পূরণ না হওয়া পর্যন্ত অভিযান চলবে গাজায়।