সিন্ধু পানি চুক্তি (আইডব্লিউটি) নিয়ে পাকিস্তানের পক্ষে রায় দিয়েছেন নেদারল্যান্ডসের হেগভিত্তিক স্থায়ী সালিশি আদালত (পিসিএ)। আদালত বলেছেন, ভারতের পশ্চিমাঞ্চলীয় নদীগুলোর পানি পাকিস্তানের অবাধ ব্যবহারের জন্য ছেড়ে দিতে হবে। সংবাদমাধ্যম দ্য এক্সপ্রেস ট্রিবিউনের এক প্রতিবেদনে এ খবর জানানো হয়েছে।
পিসিএ ২০২৫ সালের ৮ আগস্ট এই রায় ঘোষণা করেন, যা সোমবার আদালতের ওয়েবসাইটে প্রকাশিত হয়। পাকিস্তান ২০১৬ সালে এ মামলা দায়ের করেছিল। আদালত জানিয়েছেন, সালিশি আদালতের রায় ও নিরপেক্ষ বিশেষজ্ঞের সিদ্ধান্ত উভয় পক্ষের জন্যই চূড়ান্ত ও বাধ্যতামূলক।
পিসিএ’র রায়ে আরও বলা হয়, জলবিদ্যুৎ উৎপাদনের জন্য নির্ধারিত ব্যতিক্রমগুলোকে আইডব্লিউটির শর্তাবলির সঙ্গে কঠোরভাবে সামঞ্জস্যপূর্ণ হতে হবে, ভারত যাকে ‘আদর্শ’ হিসেবে বিবেচনা করে, তার সঙ্গে নয়।
পাকিস্তান ও ভারতের মধ্যে বিরোধের কেন্দ্রবিন্দু ছিল পশ্চিমাঞ্চলীয় নদীগুলো, যেমন সিন্ধু, ঝিলম, চেনাবে ভারত নির্মিত রুন-অব-দ্য-রিভার জলবিদ্যুৎ প্রকল্পের নকশা, যা পাকিস্তানের দাবি অনুযায়ী চুক্তির শর্ত লঙ্ঘন করেছিল। ভারত এ আইনি প্রক্রিয়ায় অংশ না নিলেও প্রতিটি ধাপে অবহিত ও অংশগ্রহণের জন্য আমন্ত্রণ জানানো হয়েছিল।
ভারতের আপত্তি এবং ২০২৫ সালের এপ্রিলে একতরফাভাবে চুক্তি স্থগিত রাখার সিদ্ধান্ত সত্ত্বেও আদালত তার এখতিয়ার পুনর্ব্যক্ত করেছে। আদালত সর্বসম্মতভাবে ঘোষণা করেছে, এই সিদ্ধান্ত সঠিকভাবেই নেওয়া হয়েছে এবং পাকিস্তানের সালিশি আবেদন অনুযায়ী এর মাধ্যমে বিরোধ নিষ্পত্তি হবে।