ঢাকা বৃহস্পতিবার, ৩১ জুলাই, ২০২৫

ব্র্যাক ব্যাংকের অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর হলেন এম মাসুদ রানা এফসিএ

রূপালী ডেস্ক
প্রকাশিত: জুলাই ৩১, ২০২৫, ১২:০২ এএম

পদোন্নতি পেয়ে ব্র্যাক ব্যাংকের অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর হলেন এম মাসুদ রানা এফসিএ। এর আগে তিনি ব্যাংকটির ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড চিফ ফিন্যান্সিয়াল অফিসার (সিএফও) পদে কর্মরত ছিলেন। তার এ পদোন্নতি ১ আগস্ট ২০২৫ থেকে কার্যকর হবে। ২০১৯ সালের অক্টোবর মাসে ব্র্যাক ব্যাংকে যোগ দেওয়ার পর থেকে এম মাসুদ রানা ব্যাংকটির ফাইন্যান্সিয়াল স্ট্র্যাটেজি, গভর্নেন্স ও অপারেশনাল কার্যক্রমের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছেন। ২৯ বছরের বেশি সময়ের সুদীর্ঘ কর্মজীবনে তিনি পাবলিক অ্যাকাউন্টিং, টেক্সটাইল, ফার্মাসিউটিক্যালস এবং ব্যাংকিং খাতে কাজ করার মাধ্যমে নিজেকে একজন অভিজ্ঞ, সুদক্ষ ও দূরদর্শী করপোরেট লিডার হিসেবে প্রতিষ্ঠিত করেছেন। ব্র্যাক ব্যাংকের উদ্ভাবন, টেকসইতা ও অন্তর্ভুক্তিমূলক ব্যাংকিং-যাত্রায় তার অবদান উল্লেখযোগ্য। তার এ পদোন্নতি উপলক্ষে ব্র্যাক ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও (কারেন্ট চার্জ) তারেক রেফাত উল্লাহ খান এবং ব্র্যাংক ব্যাংক পরিবার তাকে অভিনন্দন জানান। তারেক রেফাত উল্লাহ খান বলেন, ‘আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি, অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর পদে এম মাসুদ রানার ভূমিকা ব্র্যাক ব্যাংককে বাংলাদেশের সবচেয়ে আস্থার, উদ্ভাবনী ও অন্তর্ভুক্তিমূলক প্রতিষ্ঠানে পরিণত করতে কার্যকর অবদান রাখবে।’-বিজ্ঞপ্তি