ঢাকা বৃহস্পতিবার, ৩১ জুলাই, ২০২৫

ফরিদপুরে ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্সের ৫২ লক্ষ টাকার বীমা দাবী পরিশোধ 

রূপালী ডেস্ক
প্রকাশিত: জুলাই ৩১, ২০২৫, ১২:০৫ এএম

ফরিদপুরে ন্যাশন্যাল লাইফ ইনস্যুরেন্স কোম্পানী ৫২ লক্ষ টাকার বীমা দাবী পরিশোধ করেছে। গতকাল বুধবার ফরিদপুর নদী গবেষণা ইনস্টিটিউটে অনুষ্ঠিত বীমা দাবীর চেক প্রদান ও উন্নয়ন সভায় কোম্পানীর মুখ্য নির্বাহী কর্মকর্তা মোঃ কাজিম উদ্দিন ফরিদপুর ও রাজবাড়ী জোনের ২৬ জন গ্রাহকদের মাঝে উক্ত টাকার চেক হস্তান্তর করেন। ফরিদপুর এরিয়া ইনচার্জ লিয়াকত আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি ছিলেন কোম্পানীর সহকারী ব্যবস্থাপনা পরিচালক মোঃ খুরশীদ আলম পাটোয়ারী, সহকারী ব্যবস্থাপনা পরিচালক বাহার উদ্দিন মজুমদার,   ভাইস প্রেসিডেন্ট জি এম হেলাল উদ্দিন।