সোমবার, ২৮ জুলাই, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


রাজশাহী ব্যুরো

প্রকাশিত: জুলাই ২৮, ২০২৫, ০২:১৯ এএম

রাজশাহীতে নির্ধারিত দামে মিলছে না সার

রাজশাহী ব্যুরো

প্রকাশিত: জুলাই ২৮, ২০২৫, ০২:১৯ এএম

রাজশাহীতে নির্ধারিত  দামে মিলছে না সার

রাজশাহীতে এখন ভরা আমন মৌসুম। জমি তৈরিতে ব্যস্ত সময় পার করছেন কৃষকরা। অথচ মৌসুমের শুরুতেই নির্ধারিত দামে সার না পাওয়ায় তারা পড়েছেন বিপাকে। অভিযোগ উঠেছে, ডিলাররা সিন্ডিকেট করে আগাম সার মজুত করে কৃত্রিম সংকট তৈরি করছেন। ফলে কৃষকদের চড়া দামে সার কিনতে হচ্ছে।

বিশেষ করে তানোর, গোদাগাড়ী, পবা, মোহনপুর, দুর্গাপুর, বাগমারা ও পুঠিয়ায় ইউরিয়া ও নন-ইউরিয়া সারের ব্যাপক চাহিদা। এসব এলাকায় সরকারি ভর্তুকির সারের সরবরাহ থাকলেও নির্ধারিত দামে বিক্রির কোনো বালাই নেই। অভিযোগ রয়েছে, অনেক ডিলার কৃষকের কাছে বিক্রি না করে মাছ চাষিদের কাছে উচ্চমূল্যে সার বিক্রি করছেন। আবার কেউ কেউ এক উপজেলা থেকে অন্য উপজেলায় পাচার করে দিচ্ছেন।

জানা গেছে, ৫০ কেজির এক বস্তা টিএসপির সরকারি দাম এক হাজার ৩৫০ টাকা হলেও রাজশাহীর বিভিন্ন বাজারে খুচরা বিক্রি হচ্ছে এক হাজার ৫০০-৭০০ টাকা। একইভাবে এক হাজার ৫০ টাকা বস্তার ডিএপি বিক্রি হচ্ছে এক হাজার ২০০-৩০০ টাকা। এক হাজার ৩৫০ টাকা বস্তার ইউরিয়া বিক্রি হচ্ছে এক হাজার ৪৫০-৫০০ টাকায় এবং এক হাজার টাকা বস্তার এমওপি বিক্রি হচ্ছে এক হাজার ২০০ টাকা। ডিলারদের কাছে সার না পেয়ে কৃষকরা খোলাবাজার থেকে এসব সরকারি সার চড়ামূল্যে কিনছেন।

এদিকে সরকারি নির্ধারিত দামে সার না পাওয়া বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন গোদাগাড়ী উপজেলার কৃষকরা। তারা গত বৃহস্পতিবার ডিলারের লাইসেন্স বাতিলের দাবি জানান। সমাবেশে তারা বলেন, বিসিআইসির ডিলার তাদের সরকার নির্ধারিত দামে সার দেন না। বেশি টাকা দিলে সার দেন, তা না হলে ফিরিয়ে দেন। আটকে রাখা সার তিনি পাচার করে দেন অন্য উপজেলায়।

পবা উপজেলার আলিমগঞ্জের কৃষক মোক্তার আলম জানান, ইউরিয়া সার ৩০ টাকা কেজি দরে কিনেছেন তিনি। ইউরিয়া সার ১ হাজার ৬০০ টাকা বস্তা বিক্রি হচ্ছে। আর টিএসপি সার বিক্রি হচ্ছে ১৩০০ টাকা বস্তা। অন্য বছরের তুলনায় খুচরা পর্যায়ে এবার সারের দাম বেশি নেওয়া হচ্ছে।

এদিকে, রাজশাহী কৃষি সম্প্রসারণ বিভাগ সূত্রে জানা গেছে, সরকার প্রতি কেজি ইউরিয়াতে ২১ টাকা, ডিএপিতে ৪৯ টাকা, টিএসপিতে ২৩ টাকা এবং এমওপিতে ৪০ টাকা ভর্তুকি দিয়ে আসছে। কিন্তু মনিটরিংয়ের অভাবে চড়া দামেই কিনতে হচ্ছে। অভিযোগ উঠেছে, অসাধু ডিলাররা বাফার থেকে সার উত্তোলন করে নিজ এলাকায় না নিয়ে চাহিদা বেশি আছে সেসব এলাকায় পাচার করছেন। বিশেষ করে টিএসপি ও ডিএপি সার পেতে কৃষকদের হয়রানি হতে হচ্ছে।

চারঘাট উপজেলা কৃষি অফিসার আল মামুন হাসান বলেন, সরকার নির্ধারিত সারের দাম বেশি নেওয়ার সুযোগ নেই। প্রতিনিয়ত বাজার মনিটরিং করা হচ্ছে। কোনো অনিয়ম পেলে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে আইনত ব্যবস্থা নেওয়া হচ্ছে। এ ছাড়াও গত বুধবার উপজেলা নির্বাহী অফিসার সার পাচারের অভিযোগে ১০ হাজার টাকা জরিমানা করেন।
রাজশাহী সার ও বীজ মনিটরিং কমিটি সূত্রে জানা গেছে, গুদাম থেকে সার উত্তোলনের পর ডিলার নিজ নিজ গুদামে নিয়ে যাবেন। উপজেলা সার ও বীজ মনিটরিং কমিটির সভাপতি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সদস্য সচিব উপজেলা কৃষি কর্মকর্তা যৌথভাবে গুদাম পরিদর্শন ও নথিপত্র যাচাই করবেন। সবকিছু ঠিক থাকলে মনিটরিং কমিটি সারের বস্তার ওপর ‘ভর্তুকির সার’ লিখে দেবেন। সার বিক্রির সময় ডিলার ক্রেতা বা কৃষককে রশিদ দেবেন এবং কৃষকের ফোন নম্বর লিখে রাখবেন বিক্রি রেজিস্ট্রারে। কিন্তু রাজশাহীতে এ নির্দেশনা ডিলাররা যেমন মানছেন না তেমনি মনিটরিং কমিটিও সরকারি নির্দেশনা কার্যকরে তৎপর নয়।

এ ছাড়া সার বিতরণ নীতিমালায় কৃষি খাত ছাড়া অন্য কোনো প্রয়োজনে সার বিক্রি করা যাবে না। কিন্তু রাজশাহীতে মাছ চাষিরা প্রতি মৌসুমে বিপুল পরিমাণ সার ব্যবহার করে মাছ চাষ করছেন। কৃষকরা বলছেন, রাজশাহীতে সারের দুর্বল মনিটরিং ব্যবস্থার কারণে কৃষকরা সার সংকটে পড়ছেন।

এ বিষয়ে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক উম্মে ছালমা বলেন, রাজশাহীতে পর্যাপ্ত সার মজুত রয়েছে। কোথাও সার সংকট নেই। যথাযথভাবে সার উত্তোলন ও মজুত মনিটরিং করা হচ্ছে। এই বিষয়ে মনিটরিং করা হচ্ছে।

রূপালী বাংলাদেশ

Shera Lather
Link copied!