ঢাকা সোমবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৫

ছুরিকাঘাতে নিহত

চারঘাট (রাজশাহী) প্রতিনিধি
প্রকাশিত: সেপ্টেম্বর ২৯, ২০২৫, ০১:৩৭ এএম

রাজশাহীর চারঘাটে পূর্বশত্রুতার জের ধরে প্রতিপক্ষের ছুরিকাঘাতে লালন আলী নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। গত শনিবার বিকেলে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এর আগে গত শুক্রবার মধ্যরাতে উপজেলার চকমোক্তারপুর এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন চারঘাট মডেল থানার ওসি মিজানুর রহমান।

এলাকাবাসী জানান, উপজেলার চক মোক্তারপুর এলাকার লাবান আলীর ছেলে লালন আলী, ইয়াছিন আলীর ছেলে উজ্জল হোসেন ও রাজ্জাকের ছেলে সোহাগ দীর্ঘদিন মাদক ব্যবসা করে আসছিল। ব্যবসাকে কেন্দ্র করে লালন আলীর সঙ্গে উজ্জল হোসেন ও সোহাগের সঙ্গে বিরোধ চলে আসছিল। তারই ধারাবাহিকতায় গত শুক্রবার মধ্যরাতে লালনের বাড়ির কাছে প্রতিপক্ষ উজ্জল, সোহাগসহ অজ্ঞাত আরো ৪-৫ জন তার ওপর হামলা চালিয়ে ছুরিকাঘাত করে।