কিশোরগঞ্জের ইটনা উপজেলায় মাছ ধরাকে কেন্দ্র করে চাচার ছুরিকাঘাতে ভাতিজা নিহত হওয়ার ঘটনা ঘটেছে। সোমবার (২১ এপ্রিল) সন্ধ্যায় উপজেলার চৌগাংগা ইউনিয়নের বিরার ভিটা গ্রামে এই মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহতের নাম মোকারিম মিয়া (১৬)। তিনি ওই গ্রামের ফারুক মিয়ার ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, মাছ ধরাকে কেন্দ্র করে মোকারিমের সঙ্গে তার চাচা বাবুল ও চাচাতো ভাই মনির মিয়ার কথা কাটাকাটি হয়। একপর্যায়ে উত্তেজিত হয়ে বাবুল, তার ছেলে মনিরসহ পরিবারের কয়েকজন মিলে মোকারিমের ওপর হামলা চালায়।
এ সময় ধারালো ছুরি দিয়ে আঘাত করলে সে গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মোকারিমের মৃত্যু হয়।
নিহতের আরেক চাচা মো. হারুন মিয়া বলেন, ‘মাছ ধরাকে কেন্দ্র করে ঝগড়া বাধে। একপর্যায়ে বাবুল ও তার ছেলে মনির ধারালো ছুরি দিয়ে আঘাত করে মোকারিমকে হত্যা করেছে। আমি বাধা দিতে গেলে তারা আমাকেও মারধর করে। আমরা এ ঘটনার বিচার চাই।’
চৌগাংগা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইফুল ইসলাম বলেন, ‘তুচ্ছ পারিবারিক বিরোধ থেকে মারামারির ঘটনা ঘটে। এতে একজনের মৃত্যু হয়েছে বলে জানতে পেরেছি।’
ইটনা থানার ওসি মো. জাফর ইকবাল রূপালী বাংলাদেশকে বলেন, ‘মরদেহ উদ্ধার করে শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এখনো কেউ আটক হয়নি। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।’
স্থানীয়দের মাঝে ঘটনার রেশ এখনো কাটেনি। এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।

 
                             
                                    
 সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন 
                                     
                                     
                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                             
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
       -20251025002118.webp) 
        
        
        
        
        
        
        
       
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন