ঢাকা সাভার উপজেলার রুবেল মন্ডল হত্যার বিচার চেয়ে জড়িতদের ফাঁসির দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে এলাকাবাসী, সন্তান ও নিহতের স্ত্রী রিমি আক্তার।
বৃহস্পতিবার (৮ মে) বিকেলে আশুলিয়া ইউনিয়নের পাড়াগ্রামে এ বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করা হয়।
এর আগে বুধবার (৭ মে) বাসা থেকে ডেকে নিয়ে দেউল এলাকায় রুবেল মন্ডলকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে সন্ত্রাসীরা।
এলাকাবাসীর অভিযোগ, ‘রুহুল মন্ডল পরপর দুইবার বিপুল ভোটে মেম্বার নির্বাচিত হন। এলাকায় তিনি একজন সুপরিচিত। তার ব্যবসা দখল নিতে ৫ আগষ্টের পরে তার বিরুদ্ধে কয়েকটি মিথ্যা মামলা দিয়ে এলাকা ছাড়া করা হয়। পরে এই ব্যবসা-বাণিজ্য দেখভাল করতে তার ছোট ভাই রুবেল মন্ডলকে দায়িত্ব দেওয়া হয়।’
‘ঘটনার দিন রুবেলকে বাসা থেকে ডেকে নেয় আলা উদ্দীন আলো। পরে শান্ত, গরুর ডাঃ জাকির, আমজাদ মন্ডল, জাইদুর মন্ডল, হামেদ মাদবর, কুদ্দুস মন্ডল, জুয়েল মাদবর, মুনসুর মন্ডল, মিজান মন্ডল ওরফে হায়েল মন্ডল, সেলিম মন্ডল, আবুল কাশেম দেওয়ান ও মিলন মন্ডলসহ অজ্ঞাত আরও ৬-৭ জন সন্ত্রাসী মিলে তাকে কুপিয়ে হত্যা করে।’
এ ঘটনায় এখন পর্যন্ত আলা উদ্দীন আলোকে গ্রেপ্তার করেছে পুলিশ। বাকিদেরও দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়েছে এলাকাবাসী।