নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের মৌচাক এলাকা থেকে ডাকাতির মামলাসহ ২২ মামলার আসামি আন্তঃজেলা ডাকাত দলের সর্দার আব্দুল হালিম ওরফে ‘নাক বোচা হালিম’কে (৫০) গ্রেপ্তার করেছে র্যাব-১১।
বৃহস্পতিবার মধ্যরাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মৌচাক বাসস্টেশন এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
শুক্রবার (২৩ মে) বেলা সাড়ে ১১টার দিকে র্যাব-১১-এর অধিনায়ক (সিও) লে. কর্নেল এইচ এম সাজ্জাদ হোসেন এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান।
আব্দুল হালিম বরগুনা জেলার সদর থানার আলতাফ চৌকিদারের ছেলে।
প্রেস ব্রিফিংয়ে লেফটেন্যান্ড কর্নেল এইচ এম সাজ্জাদ হোসেন বলেন, ‘২০২৪ সালের ২৭ নভেম্বর নারায়ণগঞ্জের ফতুল্লা থানাধীন সস্তাপুর (গাবতলার মোড়) এলাকার ব্যবসায়ী ঢাকা টেক্সটাইলের মালিক রেজাউল করিম মালার বাড়িতে ডাকাতি হয়। এ ঘটনায় ৫০ ভরি স্বর্ণালংকারসহ আনুমানিক সাড়ে ৭ লাখ টাকার মালামাল লুট করে ডাকাতেরা।’
তিনি আরও বলেন, ‘এ ঘটনায় ওই ব্যবসায়ীর ছেলে মো. আলাউদ্দিন বাদী হয়ে ফতুল্লায় থানায় একটি মামলা করেন। মামলার পর গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়। ব্যবসায়ী রেজাউলের বাড়িতে ডাকাতির ঘটনায় সিদ্ধিরগঞ্জ থানাধীন মৌচাক বাসস্টেশন এলাকা থেকে বোচা হালিমকে গ্রেপ্তার করা হয়।’
র্যাব-১১-এর অধিনায়ক বলেন, ‘ডাকাত সর্দার নাক বোচা হালিমের ভাষ্যমতে, সে ও তার দল ২০১২ সাল থেকে ডাকাতি কার্যক্রম পরিচালনা করে আসছে। তারা বিভিন্ন সময়ে শহরের ভালো বাড়ি ও অর্থনৈতিকভাবে প্রভাবশালীদের বাসাবাড়িকে লক্ষ্যবস্তু বানিয়ে এসব ডাকাতির কার্যক্রম করে আসছে। তার স্বীকারোক্তি অনুযায়ী তার দলে ৭ থেকে ১৫ জন সদস্য রয়েছে।’
র্যাবের এ ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, ‘বোচা হালিমের বিরুদ্ধে বিভিন্ন থানায় ১০টি ডাকাতি, দুটি অস্ত্র আইনে, চারটি হত্যা চেষ্টাসহ মোট ২২টি মামলা রয়েছে। এ ছাড়াও হালিম ২০১২ সাল থেকে ২০২৫ সাল পর্যন্ত ১৫টি ডাকাতির ঘটনার সঙ্গে সম্পৃক্ত ছিল বলে স্বীকার করেছে।’

 
                             
                                    
 সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন 
                                     
                                     
                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                             
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
       -20251025002118.webp) 
        
        
        
        
        
        
        
       
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন