বরগুনায় আনন্দঘন পরিবেশে দৈনিক রূপালী বাংলাদেশ পত্রিকার নবযাত্রার এক বছর পূর্তি উদযাপিত হয়েছে। বরগুনা প্রেসক্লাবে জেলার সাংবাদিকদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে এ বর্ষপূর্তি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
বুধবার (২৬ নভেম্বর) বেলা ১২টায় বরগুনা প্রেসক্লাবের সম্মেলন কক্ষে আয়োজিত বর্ষপূর্তি অনুষ্ঠানের সঞ্চালনা করেন দৈনিক রূপালী বাংলাদেশের বরগুনা প্রতিনিধি তাপস মাহমুদ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বরগুনা প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট সোহেল হাফিজ, সাধারণ সম্পাদক আবু জাফর সালেহ। আরও উপস্থিত ছিলেন দৈনিক দীপাঞ্চল পত্রিকার সম্পাদক আলহাজ মোশারফ হোসেন, বরগুনা প্রেসক্লাবের সহসভাপতি হাফিজুর রহমান, সাবেক সভাপতি জাকির হোসেন মিরাজ, সাবেক সভাপতি মনির হোসেন কামালসহ অন্যান্য সাংবাদিক নেতৃবৃন্দ।
আলোচনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন বরগুনা প্রেসক্লাবের কোষাধ্যক্ষ ও বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ)-এর সভাপতি জাহাঙ্গীর কবির মৃধা, রূপালী বাংলাদেশ উপকূল পাতার বিশেষ প্রতিনিধি ও পাথরঘাটা প্রতিনিধি শফিকুল ইসলাম খোকন, বিএমএসএফ-এর সহসভাপতি ও মাই টিভির প্রতিনিধি শফিকুল ইসলাম স্বপন, সময় টিভির স্টাফ রিপোর্টার সাইফুল ইসলাম মিরাজ, ডিবিসি টেলিভিশনের বরগুনা জেলা প্রতিনিধি মালেক মিঠু, রূপালী বাংলাদেশ বেতাগী প্রতিনিধি মো. জসিম উদ্দিনসহ প্রমুখ।
আলোচনা অনুষ্ঠান শেষে বরগুনা প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট সোহেল হাফিজ, সাধারণ সম্পাদক আবু জাফর সালেহ এবং দৈনিক রূপালী বাংলাদেশের প্রতিনিধিদের উপস্থিতিতে আনন্দঘন পরিবেশে বর্ষপূর্তির কেক কাটা হয়।



