মামলা তুলে না নেওয়ায় এবং চাঁদা না দেওয়ায় বগুড়ার শাজাহানপুর উপজেলায় আলোচিত আল-আমিন হত্যাকাণ্ডের মূল আসামির বাড়িতে পুলিশ অভিযান চালিয়ে দেশীয় অস্ত্র ও একটি এসএসবিএল একনলা বন্দুক উদ্ধার করেছে। এ সময় ঘটনাস্থল থেকে ব্যবহৃত ১৫টি কারতুজের খোসাও উদ্ধার করা হয়।
সোমবার (৪ আগস্ট) সকালে উপজেলার খরনার ইউনিয়নের ভাদাইকান্দি গ্রামে এ অভিযান পুলিশ চালিয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, শাজাহানপুর থানা পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে ভাদাইকান্দি গ্রামে অভিযানে যায়। অভিযানে মূল অভিযুক্তের বাড়িতে তল্লাশি চালিয়ে অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়।
এদিকে, এখনো মামলার অন্যান্য অভিযুক্তদের গ্রেপ্তারে র্যাব ও পুলিশের যৌথ অভিযান চলছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।
শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শফিকুল ইসলাম পলাশ জানান, ‘আল আমিন হত্যা মামলার আসামিদের গ্রেপ্তারের অভিযান চলমান রয়েছে।’
উল্লেখ, গত ২৮ জুলাই রাতে শাজাহানপুর উপজেলায় ভাদাইকান্দি গ্রামের আল-আমিনকে পরিকল্পিতভাবে এলোপাথাড়িভাবে ছুরিকাঘাতে গুরুতর আহত করে। আহত অবস্থায় উদ্ধার করে জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে তাকে ভর্তি করা হলে চিকিৎসাধীন থাকা অবস্থায় ৩ আগস্ট রোববার ভোরে আল আমিন মারা যায়।
এই ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে শাজাহানপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়, যেখানে একাধিক ব্যক্তিকে আসামি করা হয়েছে।