ঢাকা শনিবার, ০৯ আগস্ট, ২০২৫

পুলিশ হেফাজতে আসামি নির্যাতনের অভিযোগে এসআই প্রত্যাহার

আক্কেলপুর (জয়পুরহাট) প্রতিনিধি
প্রকাশিত: আগস্ট ৮, ২০২৫, ১১:৪৯ পিএম
আক্কেলপুর খানা। ছবি- রূপালী বাংলাদেশ

জয়পুরহাটের আক্কেলপুর থানার এসআই গোলাম রব্বানীর বিরুদ্ধে পুলিশ হেফাজতে থাকা এক আসামিকে নির্যাতনের অভিযোগ উঠেছে। এ ঘটনায় আদালত জয়পুরহাট জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়কের মাধ্যমে একজন নিবন্ধিত চিকিৎসক দিয়ে আসামির শারীরিক পরীক্ষা করে আঘাত-সংক্রান্ত বিস্তারিত প্রতিবেদন আগামী ১০ আগস্টের মধ্যে দাখিলের নির্দেশ দিয়েছেন।

একই ঘটনায় আদালত আক্কেলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসকের বিরুদ্ধে দায়িত্বে অবহেলার অভিযোগ এনে তদন্তের নির্দেশ দিয়েছেন। সিভিল সার্জনকে আগামী ১৭ আগস্টের মধ্যে এ সংক্রান্ত প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে। বৃহস্পতিবার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক আরিফুল ইসলাম এ আদেশ দেন।

আদালতের নির্দেশের পর এসআই গোলাম রব্বানীকে আক্কেলপুর থানা থেকে প্রত্যাহার করে জয়পুরহাট পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়েছে। তবে তিনি পুলিশ হেফাজতে আসামিকে নির্যাতনের অভিযোগ অস্বীকার করেছেন।

পুলিশ সূত্র জানায়, গত মার্চে ইসলামী ব্যাংকের আক্কেলপুর এজেন্ট শাখায় গ্রাহকদের বিপুল অঙ্কের টাকা আত্মসাতের ঘটনা ধরা পড়ে। এ ঘটনায় থানায় ও আদালতে পৃথক আটটি মামলা হয়। আসামিরা হলেন শাখার মালিক জাহিদুল ইসলাম, ব্যবস্থাপক রিওয়ানা ফারজানা ও ক্যাশিয়ার মাসুদ রানা।

গত ৪ আগস্ট মামলায় আদালতের অনুমতিতে তিন আসামিকে তিন দিনের পুলিশ হেফাজতে এনে জিজ্ঞাসাবাদ করা হয়। মামলার অন্যতম আসামি মাসুদ রানা অভিযোগ করেন, হেফাজতে থাকার সময় এসআই গোলাম রব্বানী তাকে জানালার সঙ্গে হাতকড়া ঝুলিয়ে বেধড়ক মারধর করেছেন। তার শরীরে আঘাতের চিহ্ন আদালত পর্যবেক্ষণ করে।

আদালতের আদেশে বলা হয়, মাসুদ রানার শারীরিক অবস্থা থেকে এটি ‘নির্যাতন ও হেফাজতে মৃত্যু (নিবারণ) আইন, ২০১৩’-এর অধীন শাস্তিযোগ্য অপরাধের শামিল হতে পারে। এ ছাড়া স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক আসামির শারীরিক পরীক্ষা না করেই পুলিশের কথামতো সনদ দিয়েছেন, যা দায়িত্বে চরম অবহেলা।

যোগাযোগ করা হলে এসআই গোলাম রব্বানী বলেন, ‘আমি কাউকেই নির্যাতন করিনি। মামলাগুলো অভিযোগপত্রের পর্যায়ে রয়েছে। আসামি মাসুদ রানা মামলার দায় এড়াতে কৌশল খুঁজছেন।’

জয়পুরহাটের পুলিশ সুপার মুহম্মদ আবদুল ওয়াহাব সাংবাদিকদের বলেন, ‘এসআই গোলাম রব্বানী পুলিশ হেফাজতে থাকা আসামির সঙ্গে অপেশাদার আচরণ করেছেন। এজন্য তাকে থানা থেকে প্রত্যাহার করে পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়েছে।’