ঢাকা বৃহস্পতিবার, ২৭ নভেম্বর, ২০২৫

কুষ্টিয়ায় মুখ পোড়ানো সেই মরদেহের পরিচয় মিলেছে

ভেড়ামারা (কুষ্টিয়া) প্রতিনিধি
প্রকাশিত: নভেম্বর ২৬, ২০২৫, ০৬:০৭ পিএম
নিহত সোহেল রানা। ছবি: রূপালী বাংলাদেশ

কুষ্টিয়ার ভেড়ামারায় হত্যার পর আগুন দিয়ে পুড়িয়ে মুখ বিকৃত মরদেহের পরিচয় মিলেছে।

পুলিশ জানায়, নিহত ব্যক্তির নাম সোহেল রানা (৪০)। তিনি  ভেড়ামারা উপজেলার জুনিয়াদহ ইউনিয়নের হরিপুর গ্রামের বাসিন্দা।

স্থানীয় সূত্রে জানা গেছে, সোহেল রানা দীর্ঘদিন প্রবাসে ছিলেন। কয়েক বছর আগে দেশে ফিরে তিনি যুবদলের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন।

তিনি ভেড়ামারা পৌরশহরের ৩ নং ওয়ার্ডের নওদাপাড়া এলাকায় ভাড়া থাকতেন। ভেড়ামারা থানার ওসি মোহাম্মদ আব্দুর রব তালুকদার বিষয়টি নিশ্চিত করেছেন।

উল্লেখ্য, উপজেলার ধরমপুর ইউনিয়নের বিলের মাঠ থেকে বুধবার সকালে অজ্ঞাতপরিচয়ে আগুনে পোড়া লাশ উদ্ধার হয়।